জামেয়া রাহমানিয়া দারুল ইসলামে’র এফতেতাহী নসীহত মজলিস অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২০ ২০১৯, ০১:৩৮

একুশে জার্নাল ডেস্ক: ১৯ জুন বুধবার বাদ ফজর শিক্ষাবর্ষ-২০১৯ উপলক্ষ্যে জামেয়া রাহমানিয়া দারুল ইসলাম (বিশ্বরোড জামে মসজিদ, দক্ষিন কাজলা, যাত্রাবাড়ী, ঢাকা-1236) মাদরাসায় এফতেতাহী নসিহত মজলিস অনুষ্ঠিত হয়।

জামেয়ার মুহতামিম মুফতী ওযায়ের আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এফতেতাহী নসিহত মজলিসে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন শাইখুল হাদিস আল্লামা জুবায়ের আহমদ চৌধুরী মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) ও শাইখুল হাদীস, জামেয়া রাহমানিয়া দারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদপুর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব ও অত্র জামেয়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল আউয়াল।

আরো উপস্থিত ছিলেন মাদরাসার মোতাওয়াল্লী মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাজা আহমদ, মাওলানা লুৎফুর রহমান মাদানী, বিশিষ্ট অর্থনীতিবিদ আলহাজ্ব ডাক্তার মাওলানা আব্দুস সামাদ, শিশু শিক্ষার রূপকার শিক্ষাবিদ মাওলানা আমজাদ বেলাল প্রমূখ।

উল্লেখ্য, গত ৭ শাওয়াল রোজ মঙ্গলবার জামিয়ার ভর্তি কার্যক্রম শুরু হয়। ১১ শাওয়াল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সবক উদ্বোধন হয়। ১২ শাওয়াল রবিবার থেকে একযোগে সব ক্লাসে নিয়মিত দারস শুরু হয়। দারস চলমান অবস্থায় 15 শাওয়াল এফতেতাহী নসীহত মজলিসের আয়োজন করা হয়।

একবিংশ শতাব্দীর নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় জামেয়ার ছাত্ররা নিজেদেরকে বহুমুখী প্রতিভার অধিকারী একেক জন চৌকস আলেম হিসাবে প্রতিষ্ঠিত করবেন বলে মাহফিলে প্রধান অতিথী আশাবাদ ব্যক্ত করেন। আল্লাহ পাক এই জামেয়াকে একটি সফল জামেয়া হিসাবে কবুল করুন। আমীন।