জামিআ সিদ্দিকিয়ায় স্বাস্থ্যসচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০১ ২০২০, ১৮:০৫

সিলেট বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় করোনাকালীন স্বাস্থ্যসচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জামিআ ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন, বর্তমান করোনাকালীন প্রেক্ষাপটে শুধু কওমি মাদরাসাই নয়, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান এবং পাড়ায়-মহল্লায় প্রাথমিক চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করতে হবে। কওমি মাদরসাগুলোকে সরকার স্বাস্থ্যবিধি মেনে খোলার অনুমতি দয়ার পর এটাই প্রথম স্বাস্থ্যসচেতনতা বিষয় সভা।

জামিআর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আখলাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক ইঞ্জিনিয়ার বজলুর রহমান। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন জামিআর পরিচালক মুফতি মনসুর আহমদ।

সভায় বক্তারা বক্তারা বলেন, এই দুর্যোগে সমাজিক সংস্থাগুলো পাড়া-মহল্লায় করোনাকালীন স্বাস্থ্যসচেতনতা বিষয়ক সভা আয়োজন করে মানুষকে সচেতন করতে হবে। সবকিছুর জন্য সরকারের দিকে না তাকিয়ে নিজেরাও কিছু উদ্যোগ নিতে হবে। বিজ্ঞপ্তি