জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরীক্ষা স্থগিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৩ ২০১৯, ১৭:২১

ঘূর্ণিঝড় ফণীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ মের (শনিবার) সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ওইদিনের পরীক্ষার সূচি পরে জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এর আগে একই কারণে শনিবারের এইচএসসি পরীক্ষাও পেছানো হয়।

ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার সকালে ভারতের ওড়িশায় আঘাত হেনেছে। সন্ধ্যা নাগাদ এটি বাংলাদেশে আঘাত হানতে পারে। এজন্য উপকূলীয় ১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।