ছোট্ট খুকি। এম.লিয়াকত আলী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৭ ২০১৯, ১২:১৭

শিমূল তোলার নরম বালিশ উষ্ণমাখা কম্বলে,
ছোট্ট খুকি জড়িয়ে আছে কে ডাকিবে সকালে।
যাচ্ছে সবাই কোরান হাতে দেখনা খুকি চেয়ে,
উঠনা খুকি গতিবেগে বলছে তাকে মায়ে।

বল্লো আরো ছোট্ট খুকি কম্বলখানা ছাড়,
যা হয়েছে বেলা দেরী সময় নেইতো আর।
শিখবে তুমি কোরান হাদিস পাঠশালাতে গিয়ে, দেখবে জগত গাইছে সুনাম তোমার নামটা নিয়ে।

দ্বীন দুনিয়া উভয় জাহান পাবে তুমি তবে,
কোরআন হাদিস পড়ে তুমি বড় হবে যবে।
শুনরে খুকি উঠনা জেগে যাচ্ছে সবাই চলে,
কোরান হাতে লাগছে ওদের দেখনা কেমন জ্বলে।

মিষ্টি মধুর মায়ের বকা খুকির কানে বাজে,
তড়বড়িয়ে উঠে খুকি সাজে নতুন সাজে।
কোরান হাতে ব্যগটি কাদে দাঁড়ায় মায়ের ধারে,
দাও চুমিয়ে যাচ্ছি মাগো আমি নূরানীতে।