চট্টগ্রামে তিনজন উপজাতির ইসলামগ্রহণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ৩০ ২০১৯, ২০:০৪

আমিনুর রশিদ:
গতকাল ২৯ আগস্ট’২০১৯ বৃহস্পতিবার এশার নামাজের পর চট্টগ্রাম বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র জিকির মাহফিল এরপর তিনজন উপজাতি (চাকমা) পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা হলেন-
১.বরুণ জয় চাকমা, পিতা অনাদি চাকমা, দিঘীনালা খাগড়াছড়ি।
২. নীতি জয় চাকমা, পিতা নতুন চাকমা, দীঘিনালা, খাগড়াছড়ি।
৩.অনায়ন চাকমা, পিতা আনন্দ চাকমা, বাঘাইছড়ি, রাঙ্গামাটি।

তারা আজ চট্টগ্রাম বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা নুরুল ইসলামের মুখে মুখে কালিমা পড়ে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এর আগে চট্টগ্রাম নোটারি পাবলিক কোর্ট এফিডেভিট এর মাধ্যমে স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের হলফনামা প্রদান করেন তারা।

তারা সকলের কাছে তাদের জন্য দোয়া করার আহ্বান জানান।