গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২৮ ২০১৯, ১৪:১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে সারা দেশের ন্যায় গোলাপগঞ্জেও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার খোরশেদ আলম এ প্রতীক বরাদ্দ করেন।

 

প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী পেয়েছেন নৌকা প্রতীক। বিএনপির (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মাওলানা রশীদ আহমদ পেয়েছেন আনারস প্রতীক, ইসলামী ঐক্যজোটের প্রার্থী জহির আহমদ মিনার।

ভাইস চেয়ারম্যান পদে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক আব্দুল আহাদ পেয়েছেন বাল্ব, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক এ.জি.এস ছাত্র নেতা মনসুর আহমদ পেয়েছেন বই প্রতীক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন তালা প্রতীক , যুবলীগ নেতা শাহিন আহমদ পান উড়োজাহাজ প্রতীক ।

এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা পান ফুটবল প্রতীক, মাছুমা সিদ্দিকা পদ্ম ফুল ও নার্গিস পারভীন পান কলস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাঈদুর রহমান।

এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩জন প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ান। গত (২৭ ফেব্রুয়ারি) বুধবার রিটার্নিং কর্মকর্তা খুরশেদ আলমের কাছ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ১জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল ওহাব জোয়ারদার মছুফ, ভাইস চেয়ারম্যান প্রার্থী, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক, বুধবারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন।

উল্লেখ্য, প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত প্রায় সাড়ে তিন লক্ষ জনসংখ্যার মধ্যে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২২হাজার ৫শত জন। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গোলাপগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ হবে ১৮ মার্চ।