গোলাপগঞ্জে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের হামলায় আহত ব্যক্তির মৃত্যু!

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৯ ২০১৮, ০২:৫৪

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলায় আহত ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় গ্রামের মৃত তয়াহিদ আলীর পুত্র তুহিন আহমদ (৪৫)।
স্থানীয় সুত্রে জানা যায়, তুহিনের পরিবারের সাথে একই গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র জাহেদুর রহমান, খালেদুর রহমানদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা চলে আসছিল। নিহত তুহিন ও তার ভাইয়েরা প্রতিপক্ষ জাহেদুর রহমান, খালেদুর রহমান গংদের ফৌজধারী দায়ের করা মামলায় ওয়ারেন্টকৃত আসামী হিসাবে পলাতক ছিলেন। কয়েকদিন পূর্বে বিরোধীপক্ষ প্রাণনাশের হুমকি দিলে তুিহনের পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে। তুহিনের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ জুন) রাত প্রায় ৮টায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ঢাকাদক্ষিণ-সুনামপুর সড়কের রায়গড় কালাই মিয়ার ডাউন নামক স্থানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জাহেদুর রহমান ও খালেদুর রহমান তাদের সঙ্গীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুহিনের উপর অতর্কিত হামলা চালায়। এতে তুহিন মারাত্মক আহত হলে পুলিশের ভয়ে তার বড় বোনের বাড়িতে আত্মগোপনে থেকে চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে তুহিন মৃত্যুর ঢলে পড়েন। এ ঘটনার খবর পেয়ে তুহিনের বোনের বাড়ি লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণস্থ গ্রামে যান গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী। তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তদন্তকারী কর্মকর্তা মৃদুল চন্দ্র ভৌমিক জানান, তদন্তের স্বার্থে আপাতত কিছু বলা যাচ্ছে না।