গোলাপগঞ্জের ঢাকাদক্ষিনে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ আহত ৬জন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৬ ২০১৮, ২৩:৪০

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন ইউনিয়নের পশ্চিম রায়গড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় মুখোমুখি সংঘর্ষে আহত হন মহিলা সহ ৬ জন।

শুক্রবার বিকালে পশ্চিম রায়গড়ের হাছন আহমদ (৪৫) পতিত জমি থেকে কচু গাছের লতা তুলতে গিয়ে একই এলাকার তানবীর আহাদ (৩৩) এর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন।
এক পর্যায় তানবীর আহাদ
হাছন আহমদকে পেটাতে থাকলে
চিল্লাচিল্লি শুনে হাছন আহমদের বাড়ীর লোকজন এসে তানবীরের উপর পাল্টা আক্রমন করেন।
এলাকার কয়েকজন ঘটনার সুষ্ট সমাধান করে দিবেন বলে দু পক্ষকে শান্তনা দিয়ে বিদায় দেন।
মাগরীবের পর তানবীর আহাদ সংগঠিত হয়ে তার দলবল নিয়ে হাছন আহমদের ভাই মঈন উদ্দিনকে ঘর থেকে ডেকে এনে রামদা দিয়ে কোপাতে থাকেন, মইন উদ্দিনকে রক্ষা করতে গিয়ে ভাতিজা জুবেদ এগিয়ে আসলে সেও বডি দায়ের আঘাতে আহত হয়,
ফাঁকা গুলির শব্দ ও
চিল্লা চিল্লি শুনে মইন উদ্দিনের বাড়ী থেকে মহিলারা বাহির হলে এক জন মহিলা গুরতর আহত হন। মহিলা আহত জুবেদের স্ত্রী মিলি(২২)
অপর পক্ষের তানবীর ও তানজিম আহত বলে জানা গেছে।
আহত মইন উদ্দীনের অবস্থা আশংকা জনক।
আহত মইন উদ্দিন,জুবেদ, জাকের ও একজন জন মহিলাকে স্থানীয়রা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানি মেডিকেলে রেফার করে দেন।
গোলাপগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে যেকোন সময় আবারো মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে।