গোয়াইনঘাটে ফুট ব্রীজ রক্ষা ও ভারী যানবাহন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৪ ২০২৪, ১৩:০৭

তানজিল হোসেন, গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে হাকুর বাজার টু মানিকগঞ্জ রাস্তার কাঁপনা নদীর উপর মানিকগঞ্জ ফুট ব্রীজ রক্ষা ও অবৈধ চোরাচালান বহনকারী ভারী যানবাহন বন্ধের দাবিতে ডৌবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার মানিকগঞ্জ বাজারের ফুট ব্রীজে বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আসাদ হোসাইন সাকিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন তৌফিকে রাব্বি জুবের, ফয়সাল আহমদ মোস্তফা, আনোয়ার হোসেন, জমির উদ্দিন, মাওলানা শরিফ উদ্দীন ও ছাত্রনেতা সাদিকুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই সরু রাস্তা ও মানিকগঞ্জ ফুট ব্রীজ দীর্ঘদিনের আন্দোলনের ফসল। এই ব্রীজ দিয়ে প্রতিদিন অবৈধ চোরাচালান বহনকারী ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচলের ফলে ব্রিজটির রেলিং ভাঙন ও রাস্তার পাশের বাড়িগুলোর বড় ধরনের ক্ষতিসহ আমরা আমাদের স্কুল-মাদ্রাসায় পড়ুয়া কোমলমতি শিশুদের নিয়ে আতঙ্কে রয়েছি। এ সময় বক্তারা অবিলম্বে চোরাচালানের পণ্য বহনকারী বেপরোয়া গতির ভারী যানবাহন বন্ধের দাবি জানান।