গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বণিক সমিতির প্রত্যাশা-প্রাপ্তির নির্বাচন আজ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৮ ২০১৮, ০৭:১৪

জাবেদ মাহবুব গোলাপগঞ্জঃ, গোলাপগঞ্জের
ঢাকাদক্ষিন বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ ৮ ই মে মঙ্গলবার অনুষ্টিত হতে যাচ্ছে। ঢাকাদক্ষিন বাজার উপজেলার এমন কি পূর্ব সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বানিজ্যিক কেন্দ্র। শত বছর থেকে ঢাকাদক্ষিন বাজারের সুনাম রয়েছে গোটা উপজেলা জুড়ে। উপজেলার একমাত্র ডিগ্রী কলেজ যেটা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মান দেওয়া হয়েছে, টাইটেল মাদ্রাসা, দুটি কলেজিয়েট স্কুল, ছয়টি কিন্ডার গার্টেন স্কুল, উপজেলার একমাত্র সাব- রেজিস্টার অফিস, প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়, ভূমি অফিস,ব্যাংক- বীমা, ছোট বড় ব্যবসা প্রতিষ্টান ও গুরুত্বপূর্ণ স্থাপনা বুকে ধারন করে ঢাকাক্ষিন বাজার। কিন্তু দুঃখ জনক হলেও সত্য বার বার বনিক সমিতির নির্বাচন হয়। প্রার্থীরা মন ভুলানো কথা বলেন কিন্তু বাজারের অবকাঠামো উন্নয়ন না হওয়ায় বাজারবাসী ও আগন্তুক ক্রেতা বিক্রেতারা নানা ভোগান্তিতে রয়েছেন। এবারে ঢাকাদক্ষিন বনিক সমিতির নির্বাচনে ৭ টি পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। সাদা কালো ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে সমস্থ বাজার। এবারের নির্বাচনে বাজার ও ইউনিয়নবাসীর আগ্রহ কম নয়। নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থীরা ভোটারের নজর কাড়তে ব্যাক্তি উদ্যেগে ড্রেন পরিস্কার ও রাস্তার গর্ত ভরাট করতে দেখা গেছে। প্রার্থীরা ভোটারদের কাছে তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষনা করছেন।
৫ টি ওয়ার্ড ও ১৪০০ জন ভোটার নিয়ে গঠিত ঢাকাদক্ষিন বাজার। ১ নং ওয়ার্ডের ফার্নিচার ব্যবসায়ী হাসান আহমদের সাথে কথা বললে তিনি জানান নির্বাচন আসলে প্রার্থীরা যে ভাবে দৌড় ঝাপ শুরু করেন সেভাবে যদি বাজারের উন্নয়নে দৌড়াতেন তাহলে বাজারবাসী অনেক উপকৃত হত। ২ নং ওয়ার্ডের মোবাইল গ্যালারীর সত্বাধিকারী জামিল আহমদ বলেন পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দখল মুক্ত খাল না থাকার কারনে ভারী বৃষ্টি হলে বাজার পানিতে তলিয়ে যায় আমরা এ থেকে পরিত্রান চাই। ৩ নং ওয়ার্ডের নূরানী ট্রেডার্সের সত্বাধিকারী জাকির হোসেন বলেন নৈশ প্রহরী না থাকায় বিভিন্ন সময় ওয়ার্ডে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে প্রতিটি ওয়ার্ডে বাধ্যতামুলক নৈশ প্রহরী চাই। ৪নং ওয়ার্ডের রফিক মেটালের সত্বাধিকারী ফখরুল ইসলাম শাকিল বলেন বাজারে পরিলল্পিত মার্কেট না হওয়ায় গাড়ী পার্কিং করতে ক্রেতারা অনেক অসুবিধার সম্মুখীন হন পাবলিক টয়লেট না থাকায় আগন্তুক ক্রেতা বিক্রেতারা বিপাকে পড়তে হয়। ৫ নং ওয়ার্ডের দুরন্ত ফ্যাশনের সত্বাধিকারী সাদেক আহমদ বলেন যে প্রার্থী বাজারের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে তাকে ভোট দেব। একজন ক্রেতা গীতি কবি নূর উদ্দিন বলেন দখল মুক্ত কাকেশ্বর নদী (খাল) পরিকল্পিত ড্রেন হলে বানের পানিতে ঢাকাদক্ষিন বাজার তলিয়ে যাবেনা। নির্দিষ্ট স্থানে ডাস্টিন রেখে ময়লা আবর্জনা ফেলা উচিৎ। ইতি মধ্যে প্রার্থীরা নানা মন ভুলানো কথা ও আধুনিক মডেল বাজার গড়তে ভোটারদের দৃষ্টি আকর্ষন করে ঘরোয়া ও পথ সভা করে যাচ্ছেন। আজ অপেক্ষার পালা! কে বিজয়ের মালা পরেন? সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঢাকাদক্ষিন ইউনিয়ন কমপ্লেক্সে ভোট অনুস্টিত হবে। নির্বাচনে সভাপতি পদে বণিক সমিতির সাবেক সভাপতি হাজী বদরুল ইসলাম জামাল চেয়ার প্রতীকে ভাল অবস্থানে আছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিন আহমদ ছাতা প্রতীক নিয়ে ও মো: আলা উদ্দিন আনারস প্রতীক নিয়ে নিজেদের অবস্থান তৈরী করার চেষ্টা করেছেন। সহ সভাপতি পদে রিন্টু আহমদ খাঁন মাছ প্রতীক ও জিয়াউল হক জিয়া কাপ-পিরিচ প্রতীকে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালেহ আহমদ মই প্রতীকে তেমন পিছিয়ে নেই। সাধারণ সম্পাদক পদে বণিক সমিতির সাবেক সহ-সভাপতি ইউপি সদস্য সেলিম আহমদ মটর সাইকেল প্রতীকে ও সাবেক সাধারণ সম্পদক আব্দুল মন্নান মোরগ প্রতীকে নজরুল ইসলাম হরিণ প্রতীকে প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে শক্ত অবস্থানে রয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে জামানুর রহমান শিপু দেয়াল ঘড়ি প্রতীকে ও মনসুর আহমদ তালা-চাবি প্রতীকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাছাড়া অপর ৩ প্রতীদ্বন্ধী জায়েদ আহমদ কলস প্রতীকে, মামুন হোসেন গরুর গাড়ি প্রতীকে, কামরুল হাসান চশমা প্রতীকে পিছিয়ে নয়। সাংগঠনিক সম্পাদক পদে মিছবাহ উদ্দিন গোলাপ ফুল প্রতীকে ও জয়নাল আহমদ টেবিল প্রতীকে লড়াই হবে সমানতালে ভোটার জরীপে এমনটা বুঝা যাচ্ছে। ১ নং ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন জামাল উদ্দিন ফুটবল প্রতীকে, আব্দুর রব উড়োজাহজ প্রতীকে, ফরিদ আহমদ ঘুড়ি প্রতীকে, রাহেল আহমদ রিকশা প্রতীকে , ২ নং ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন সফিক উদ্দিন আম প্রতীকে, সেকতার আহমদ ফয়ছল রিকশা প্রতীকে, সুহেল আহমদ ফুটবল প্রতীকে, আলী আহমদ সুবেদ উড়োজাহাজ প্রতীকে, ৩নং ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন কামাল আহমদ ঘুড়ি প্রতীকে, এনাম উদ্দিন ফুটবল প্রতীকে, সাইদুল ইসলাম পিনু টিউবওয়েল প্রতীকে, লায়েক আহমদ আম প্রতীকে, ৪নং ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন নানু আহমদ রিকশা লড়ছেন, রেজাউল ইসলাম ফুটবল প্রতীকে, রায়হান আলম আম প্রতীকে, ৫নং ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন শাহেদ আহমদ আম প্রতীকে, জাবেদ আহমদ ঘুড়ি প্রতীকে, সাহেদ আহমদ টিউবওয়েল প্রতীকে, রেহান আহমদ ফুটবল প্রতীকে নিজেরা নিজেদের অবস্থানে প্রচার প্রচরণা চালিয়েছেন। বণিক সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন- ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রহীম, সিরাজুল ইসলাম, খছরুল ইসলাম, আবুল লেইছ, আব্দুল আজাদ। রবিবার রাত ১০টার পর থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সরব প্রচারণা।ঢাকাদক্ষিণ বাজার বনিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও ইউনিয়ন চেয়ারম্যান এসএম আং রহিম বলেন, আমি আশাবাদি মঙ্গলবার ঢাকাদক্ষিণ বাজার বনিক সমিতির নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পর্কে নির্বাচন কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম বলেন, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচন সুষ্ঠু ও নিরোপেক্ষভাবে সম্পন্ন করতে যা যা প্রয়োজন সবই করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।