গাজীপুরে স্কাউট জাম্বুরি শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১০ ২০১৯, ০৩:৫০

ইউএনবি: বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে দশম বাংলাদেশ ও তৃতীয় সানসো স্কাউট জাম্বুরি।

রাষ্ট্রপতি ও চিফ স্কাউট আবদুল হামিদ রবিবার বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

জাম্বুরিতে সারাদেশের ১০২২টি স্কাউট দলের ১০ হাজার ৯৮ জন স্কাউট ও গার্লস ইন স্কাউট অংশগ্রহণ করছে। সেই সাথে ভারত, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ব্রুনাই, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ৩৬১ জন স্কাউট ও স্কাউটস লিডার অংশ নিচ্ছেন।

শনিবার দুপুরে জাম্বুরি মাঠে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়, ১১ থেকে ১৭ বছর বয়সী ছেলে-মেয়েদের এ মিলনমেলা ১৪ মার্চ শেষ হবে।

প্রতি চার বছর অন্তর আয়োজন করা হয় জাতীয় স্কাউট জাম্বুরি।

সংবাদ সম্মেলনে বক্তরা জানান, বিশ্বের পঞ্চম বৃহত্তম স্কাউট দেশ হচ্ছে বাংলাদেশ। দেশে এখন ১৭ লাখ স্কাউট ছেলে-মেয়ে রয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে স্কাউট ছেলে-মেয়ের সংখ্যা ২১ লাখে উন্নীত করতে মহাপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ স্কাউটস।