গভীর রাতে সুফিয়া কামাল হলে ছাত্রীর রগ কাটলো হল ছাত্রলীগ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১০ ২০১৮, ২০:২৪

একুশে জার্নাল ঢাবি হল প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে গভীর রাতে কোটাবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের নির্যাতনের খবর পাওয়া গেছে।
সুফিয়াকামাল হলের বাসিন্দা বুটানির ৪র্থ বর্ষে অধ্যয়নরত মুরশিদা নামের এক ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছে হল ছাত্রলীগের নেত্রীরা। হলের ভেতর থেকে একজন ছাত্রীর পাঠানো ভিডিওতে দেখা যায় হলের সিড়িজুড়ে তাজা রক্তের ছাপ।

এছাড়া কয়েকটি ছবি প্রকাশ হয়েছে তাৎক্ষণিক মুহুর্তে।
ছবিতে দেখা যায় একজন ছাত্রীর রক্তাত্ব পায়ের গুড়ালী।
ধারনা করা হচ্ছে কোন এক ছাত্রীর পায়ের রগ কাটা হয়েছে।

হলের একজন শিক্ষার্থীর ফেসবুক স্ট্যাটাসে কয়েকটি ছবি আপ্লোড হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রী জানান, যারা কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহন করেছে, তাদেরকেই নির্যাতন করছে একটি প্রভাবশালী সংগঠনের গ্রুপ।

আরেকজন ছাত্রীর মাথা ফাটিয়ে দিয়েছে হল ছাত্রলীগ

একজন ছাত্রী তাৎক্ষণিক নিজের ফেসবুক ওয়ালে রক্তাত্ব ফ্লোরের ছবি দিয়ে স্টাটাসে লিখেন-‘ছাত্রলীগ প্রেসিডেন্টের রুম থেকে কোন মেয়েদের মারার শব্দ শুনে আমরা অইখানে যাই। দরজা খোলা হয়নাই। এই রক্তের দাগ পাওয়া গেসে পুরা ফ্লোর জুড়ে’।

সুফিয়াকামাল হলের বাসিন্দা বুটানির ৪র্থ বর্ষের ছাত্রী মুরশিদার পায়ের কেটে দিছে সন্ত্রাসীরা

কিছুদিন ধরে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল ভার্সিটির ছাত্ররাও কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নেমেছে।