গণকমিশনের আয়-ব্যায়ের অনুসন্ধান করতে হবে: মুজিবুল হক চুন্নু এমপি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৫ ২০২২, ২১:৩৫

জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ১১৬ জন আলেমের বিরুদ্ধে যারা দুদকে অভিযোগ করেছে, সেই গণ কমিশনের আয়-ব্যায়ের অনুসন্ধান করতে হবে। তিনি বলেন, গণ কমিশন এর কোন আইনী ভিত্তি নেই। কে বা কারা এবং কেন এই গণ কমিশন সৃষ্টি করেছে তা খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। গণকমিশনের সাথে জড়িতদের আয়-ব্যায় ও লেনদেন অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশণ এর প্রতি আহবান জানান। গণ কমিশনের তথ্য মতে বুজুর্গদের হয়রানি করা ভালো হবে না। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, এমন বাস্তবতায় মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরাতেই গণ কমিশন কাজ করছে।

২৫ মে (বুধবার) জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির সম্পাদক মন্ডলীর এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।

সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি আরো বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে রাজনীতির মাঠে এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টি কারো জোটে নেই, কারো জোটে যেতে জাতীয় পার্টি অঙ্গীকারও করেনি। তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি মানুষের অধিকারের স্বার্থে কখনোই আপোষ করবে না। তাই তিনশো আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের আস্থা হারিয়েছে। দেশের মানুষ এখন আর দল দুটিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি বেশি গ্রহণযোগ্য।

বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মোঃ শাহজাহান মনসুর, আনোয়ার হোসেন তোতা, মাহফিজুর রহমান বাবুল, এনাম জয়নাল আবেদীন, সৈয়দ ইফতেকার আহসান হাসান, ওলিউল্লাহ চৌধুরী মাসুদ, মাখন সরকার, সম্পাদকমন্ডলীর সদস্য শংকর পাল, জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন খান মিলন, মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আব্দুস সাত্তার গালিব, তিতাস মোস্তফা, আক্তার হোসেন দেওয়ান, এমএ সুবহান, এডভোকেট সেরনিয়াবাদ সেকেন্দার আলী, আজাহারুল ইসলাম সরকার, আলাউদ্দিন মৃধা, মামুনুর রহিম সুমন, এসএম পারভেজ, যুগ্ম সম্পাদক শেখ মাশুকুর রহমান, আখতারুজ্জামান খান, শহীদ হোসেন সেন্টু, হাফেজ ক্বারাী ইসারুহুল্লাহ আসিফ, শাহনাজ পারভীন, অঙ্গ সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন আহাদ ইউ চৌধুরী শাহীন, মোক্তার হোসেন, মেহেদী হাসান শিপন, মোড়ল জিয়াউর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, আল মামুন, আনোয়ার হোসেন আনু, ড. নুরুল আজহার শামীম। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য রানা মোঃ সোহেল এমপি, নাজমা আক্তার এমপি, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা নাজনীন সুলতানা, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, একেএম আশরাফুজ্জামান খান, হাজী সালাউদ্দিন খোকা, আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, মোঃ হুমায়ুন খান, লিয়াকত হোসেন চাকলাদার, আনিস উর রহমান খোকন, এডভোকে ইউসুফ আজগর, সুমন আশরাফ, সম্পাদকমন্ডলী সুলতান মাহমুদ, মাসুদুর রহমান মাসুম, এমএ রাজ্জাক খান, শাহাদৎ কবির চৌধুরী, এসএম আল জুবায়ের, হাফিজ উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রেজাউল করিম বাসেত, যুগ্ম সাংগঠনিক নুরুল হক নুরু, যুগ্ম সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, অঙ্গসংগঠনের নেতা আলাউদ্দিন আহমেদ, সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া।