খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখা পুনর্গঠন সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৮ ২০২৩, ২১:৩৯

সভাপতি, হাফিজ মাওলানা এনামুল হক
সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মাদ জাবির আহমদ

গত ৬ নভেম্বর সোমবার ২০২৩, রাত ৮ঘটিকায় লন্ডনস্থ ফোর্ডস্কয়ার মসজিদ সেমিনার হলে শাখা সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম।

শুরা অধিবেশনে কর্মসূচির মধ্যে অন্যতম ছিল শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা এবং শাখা পুনর্গঠন।

পরিশেষে শুরার সদস্যদের পর্যালোচনার স্বাপেক্ষে সেশনের বার্ষীক রিপোর্ট গৃহীত পরবর্তী, শাখার সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সমাপনী বক্তব্যের পর উর্ধতন শাখার প্রধান নির্বাচন কমিশনারের নিকট দায়িত্ব হস্থান্তর করেন।

সহকারী নির্বাচন কমিশনার মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় ও শুরার সদস্য মাওলানা নাজমুল ইসলামের ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরার দ্বিথীয় অধিবেশনে সিটি শাখা পুনর্গঠনের জন্য গোপন ব্যালেটের মাধ্যমে ২০২৩ ও ২০২৪ সেশনের জন্য দায়িত্বশীল নির্বাচন অনুষ্ঠিত হয়।

শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিটি শাখার সভাপতি পুন:নির্বাচিত হন হাফিজ মাওলানা এনামুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা মুহাম্মদ জাবির আহমদ।

নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার যুক্তরাজ্য সাউথের সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
মজলিসে শুরার দায়িত্বশীল নির্বাচনের দ্বিথীয় অধিবেশনে নবনির্বাচিত দায়িত্বশীলগণ ৩৭জন সদস্য বিশিষ্ট লন্ডন মহানগরী শাখার প্রস্তাবিত নির্বাহী কমিটি শুরার সদস্যের সামনে পেশউত্তর সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

নতুন সেশনের জন্য নির্বাচিত ও মনোনীত লন্ডন মহানগরীর দায়িতবশীলগণ হলেন যথাক্রমে
সভাপতি, হাফিজ মাওলানা এনামুল হক,
সহসভাপতি, মাওলানা নুফাইছ আহমদ বরকতপুরী, হাফিজ মাওলানা আশরাফ চৌধুরী, মুফতী মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা আনিসুর রহমান।

সিটি শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ,
সহসাধারণ সম্পাদক মাওলানা ফুজায়েল আহমদ নাজমুল, মাওলানা শেখ রুম্মান আহমদ, মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা ফাহিম বদরুল হাসান।

বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালিক সাহেদ
সহ বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ শেখ ফখরুল আবেদীন মুর্শেদ।
সাংগঠনিক সম্পাদক মাওলানা রশীদ আহমদ,
সহ সাংগঠিক সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা মুহীবুললাহ।
প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মু’তাসিম বিল্লাহ, সহঃ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশরাফুল মাওলা, ও মাওলানা আবুল কাশেম।
ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ ফজলু মিয়া, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন , মাওলানা আব্দুল করিম আল- মাদানী, মাওলানা আব্দুল কাদির মাদানী।
প্রচার সম্পাদক হাফিজ মাওলানা নাজমুল হক,
সহ প্রচার সম্পাদক বুলবুল আহমদ, অফিস সম্পাদক ইসফা উদ্দীন কামরুল, সহ অফিস সম্পাদক কাজী এমদাদুল হক সাকিব, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল হক, সহকারী আইন বিষয়ক সম্পাদক জনাব সানাউল হক, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা জাকিউর রহমান, সহ দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, কারী কামাল আহমদ।

নির্বাহী সদস্যবৃন্দ, মুজাম্মিল হক, মাওলানা রাহাত আহমদ চৌধুরী, হাফিজ আবদুল হাসিব, আজমল খান, মাওলানা মিনহাজ উদ্দীন মিলাদ ও হাফিজ মাওলানা হাসান আহমদ প্রমুখ।

পরিশেষে ফিলিসতিনি মজলুম মুসলমান এবং মরহুম হাফিজ কাউসার আহমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা সাদিকুর রহমান।