খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ এর বার্ষিক শুরা অধিবেশন ও নির্বাহী নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১২ ২০২৩, ১৮:২৯

তাক্বওয়া ও নিষ্ঠাপূর্ণ কর্মদক্ষতা ই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের পাথেয় -অধ্যাপক মাওঃ আব্দুল কাদির সালেহ।

খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়েবে আমীর ও ইউরোপ মজলিসের পরিচালক জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, খেলাফত মজলিস হল দ্বীন প্রতিষ্ঠার এক আপোষহীন আন্দোলন। প্রতিষ্ঠার শুরু থেকেই এ কাফেলা নিপীড়িত নির্যাতিত ও বঞ্চিত মানুষের মুক্তির লক্ষ্যে সংগ্রাম চালিয়ে আসছে। দায়িত্বশীলদের তাক্বওয়া ও নিষ্ঠাপূর্ণ কর্মদক্ষতাই এ কাফেলা খেলাফত ভিত্তিক সমাজ গঠনে আরো সফল্য অর্জন করতে পারে।

উপস্থিত শুরা সদস্য বৃন্ধ


১১ই নভেম্বর’২৩ শনিবার লন্ডনের একটি সেন্টারে খেলাফত মজলিস যুক্তরাজ্য( সাউথ) এর বার্ষিক শুরা অধিবেশন ও নির্বাহী বৈঠকে প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত শুরা বৈঠকে কর্মসূচীর মধ্যে ছিল দারসুল কুরআন, বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও কর্মবন্টন, নতুন শুরা সদস্যদের শপথ গ্রহণ, বিবিধ। নির্বাহী ও শুরা সদস্যদের উপস্তিতিতে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান মজলুম ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভতি প্রকাশ করে অবিলম্বে সব ধরনের আগ্রসণ বন্ধে ঈসরাঈলের প্রতি চাপ সৃষ্টির জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। (প্রেসবিজ্ঞপ্তি)