খেলাফত মজলিসের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্টিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৯ ২০১৮, ১৮:২৪

একুশে জার্নাল লন্ডন: খেলাফত মজলিস ক্যামব্রিজ শাখার উদ্যোগে গত ১৭ই ডিসেম্বর ১৮’ রোজ সোমবার বিকাল ৭ঘটিকার সময় অস্হায়ী কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা নো’মান উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন মিয়া তালুকদারের সন্চালনায় সংগঠনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন, খেলাফত মজলিস ইউকে শাখার দাওয়া সম্পাদক, জনাব মাও: আতাউর রহমান জাকির, বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন BNP ক্যামব্রিজ শাখার সাধারণ সম্পাদক জনাব শাহীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আতাউর রহমান বলেন, মানুষ আল্লাহর খলিফা ও বান্দা। খলিফার দায়িত্ব হল মহান রাব্বুল আ’লামীনের আইন বিধান তথা ইসলামী খেলাফত ব্যবস্হা মানুষের জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করা। শাখা সভাপতি (মাও) নো’মান উদ্দীন বলেন, অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপিডন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্তি পেতে ইসলামী খেলাফত ব্যবস্হার বিকল্প নেই। তা নাহলে মহান বিজয় দিবস পরাজয় দিবসে পরিনত হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ কবেন, খেলাফত মজ: কর্মী হাছান আহমেদ, ইমদাদুল হক, সর্ব জনাব আব্দুল মুহিত. আবুল ক্বাশেম, আবুল লেইছ মুবীন ও ফরীদ আহমেদ প্রমুখ । মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।