খুলনার কয়রার উপকূলের মানুষের পানিতেই ঈদের নামাজ আদায়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৫ ২০২০, ১৪:০৮

গাজী আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণের উপকূল অঞ্চল খুলনার কয়রা এবং পুরা সাতক্ষীরা ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে তছনছ হয়ে গেছে সব। ভেঙ্গে গেছে নদী রক্ষা বাঁধ। তলিয়ে গেছে বহু গ্রাম। এসব এলাকার মানুষ তাদের সেচ্ছাশ্রমে এখন নদী সুরক্ষা বাধ মেরামত করেছে। এরি ধারাবাহিকতায় সাতক্ষীরার পার্শ্ববর্তী জেলা খুলনার কয়রায় এখন মানুষ নিজেরাই স্বেচ্ছাশ্রমে বাঁধ তৈরি করছেন।

২০০৯ সালের আইলার আঘাতের সেই দিবসেই এবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত বাঁধের ওপর পানির মধ্যে দাঁড়িয়েই কয়রাবাসী ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তারা আবার বাঁধ মেরামতের কাজে নেমে পড়েন।

দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই নামাজ শেষে সেমাই খেয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ তৈরি উৎসবে নামেন। দুপুরে তাদের জন্য আয়োজন করা হয়েছে খিচুড়ির। এভাবেই ঈদের দিন বাঁধ মেরামতের উৎসব পালন করছেন আইলা ও আম্পানে ক্ষতবিক্ষত হওয়া কয়রার মানুষ।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ মে আইলার আঘাতে কয়রার পাউবোর বেড়িবাঁধের ২৭টি পয়েন্ট জলোচ্ছ্বাসে ভেঙে লোনা পানিতে তলিয়ে যায়। ২০ মে আম্পানের আঘাতে কয়রার বেড়িবাঁধের ২৪ পয়েন্ট ভেঙে আবারও লোনা পানিতে সয়লাব হয়।