খাগড়াছড়িতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৯ ২০১৮, ১০:১৮

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ:ইসলামী যুব আন্দোলন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে (২৮ জুলাই)!শনিবার সকাল ১০টায় জেলা যুব আন্দোলের সভাপতির নেতৃত্বে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়, ১১টায় জেলা সভাপতি মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও দাওয়াত প্রশিক্ষণ সম্পাদক মুহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় সদর অফিসার্স ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রহমান (গিলমান),বিশেষ অতিথি ছিলেন যুব আন্দোলন চট্রগ্রাম বিভাগীয় সাংগঠানিক সম্পাদক ছাত্র নেতা তাজুল ইসলাম (শাহিন)।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশজুড়ে মাদকের ছড়াছড়ি, যুব সমাজ আজ মাদকাসক্ত হয়ে পড়েছে, সমাজ দিনদিন ধংসের দিকে এগিয়ে যাচ্ছে, যুব সমাজকে ধংসের হাত থেকে রক্ষার জন্য ইসলামী যুব আন্দোলন। তিনি দেশের সকল যুবকদের ইসলামী যুব আন্দোলনের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান। এতে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল জাব্বার (গাজী),ইসলামী আন্দোলন জেলা সাধারন সম্পাদক- মু.আল আমীন,সিনিয়র সহ সভাপতি মুহসিন সরওয়ার,কোরআন শিক্ষা বোর্ড জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। ইশা ছাত্র আন্দোলন জেলা সাধারন সম্পাদক এইচ এম তাজুল ইসলাম সহ প্রমুখ।