কুরবানী উপলক্ষ্যে আজ থেকে মেখল মাদরাসায় পাঠদান স্থগিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৪ ২০১৮, ০০:৪৩

হাবীব আনওয়ার: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকতন, মুফতী আজম ফয়জুল্লাহ রহ. প্রতিষ্ঠিত আল জামিয়াতুল ইসলামীয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে আজ থেকে মাদরাসার সকল কর্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন, মাদরাসা কর্তৃপক্ষ।
গতকাল শিক্ষাপরিচালকের কার্যালয় থেকে টানানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আজ ১৪ ই আগস্ট, ২ জিলহজ্ব (মঙ্গলবার) থেকে আগামী ৩১ ই আগস্ট,১৯ ই জিলহজ্ব (শুক্রবার) পর্যন্ত মাদরাসা সকল কার্যক্রম স্থগিত থাকবে।

এদিকে ছুটির ঘোষণা হওয়ার পর থেকেই ছাত্রদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।অধিকাংশ ছাত্র উত্তরাঞ্চলের হওয়াতে ছাত্ররা আগে থেকেই টিকিট সংগ্রহ করেছে বলে অনেকের সাথে কথা বলে জানা যায়।

সাধরণত কওমী মাদরাসাগুলো কুরবানীর দিন বা পরদিন বন্ধ হলেও মেখল মাদরাসা এত আগে বন্ধ হওয়ার কারণ কী? জানতে চাইলে হজ্বে সফররত মাদরাসার সিনিয়র শিক্ষক ও সহকারী হল সুপার মাও. জাকারিয়া নোমান ফয়জী বলেন, মেখল মাদরাসা অন্য সকল মাদরাসা থেকে ভিন্ন নিয়মে পরিচালিত। অন্য মাদরাসার মত আমাদের ছাত্রদের কোন কালেকশন করতে হয় না।তাই ছাত্ররা ঈদের আগেই বাড়ি যেতে পারে।

উল্লেখ্য: গতকাল চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদরাসাও ঈদ উপলক্ষ্যে ছুটি দেওয়া হয়েছে।