কাশ্মীর অভিযানে ৯ ভারতীয় সেনা ও ৩ মুজাহিদসহ ১৫জন নিহত, আহত প্রায় ৪০

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১৯ ২০১৯, ১৬:২৪

আবির আবরার: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহতের ঘটনার পর মুজাহিদদের অনুসন্ধানে
ভারতীয় সেনা কর্তৃক চালানো এক অভিযান চলাকালীন মুজাহিদের হামলায় ১ মেজর ও ১ হেড কনস্টেবলসহ ৯ ভারতীয় সেনা নিহত এবং ডিআইজি, ব্রিগেডিয়ার, লেফটেনেন্ট কর্ণেল ও মেজরসহ কয়েক ডজন সেনা আহত হন ৷ অন্যদিকে ৩ মুজাহিদসহ ৬জন সাধারণ নাগরিক নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ৷

ঘটনার বিবরণে জানা যায়, ইন্ডিয়ান আর্মির 55RR, CRPF, SOG পুলওয়ামা জেলার পাংলানা গ্রামে গত রাতে অভিযান চালিয়ে ঘরে ঘরে ‘সার্চ অপারেশন’ শুরু করে ৷ যখন তারা মুজাহিদদের মোর্চা পর্যন্ত পৌঁছে তখন মুজাহিদরা আর্মিদের উপর অতর্কিত হামলা করে দেয় ৷ দীর্ঘ সময় উভয় দিকের গোলাগুলি চলে ৷ এসময় ভারতীয় সেনারা মুজাহিদদের চারদিক থেকে ঘিরে ফেলে ৷ অন্যদিকে মুজাহিদরা ঘেরাও ভেঙে বের হওয়ার প্ল্যান করে সামনে অগ্রসর হয়ে আবারও একযোগে অতর্কিত আক্রমণ করে বসে ৷ এই অতর্কিত ও অপ্রত্যাশিত আক্রমণে ১ মেজরসহ কয়েকজন সেনা নিহত ও কয়েক সেনা আহত হন ৷ সঙ্গীদের এমন অবস্থা দেখে অন্য সেনারা পালিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করে ৷ এই সুযোগে মুজাহিদরা ঘেরাও থেকে বেরিয়ে পড়ে ৷ কিন্তু ততক্ষণে দিনের আলো প্রকাশিত হয়ে পড়ায় অন্য একটি মজবুত বাড়িকে মুজাহিদরা তাদের মোর্চা বানিয়ে অবস্থান শুরু করে ৷ এখানে ২য় বার শুরু হওয়া যুদ্ধ চলে দিনভর ৷ মুজাহিদরা তাদের মুখ পরিবর্তন করে করে আক্রমণ করে যায়।

সূত্র জানায়, একসময় মুজাহিদরা দীর্ঘক্ষণ চুপচাপ থাকায় ভারতীয় সেনারা প্রতিপক্ষের সবাই নিহত হওয়ার ধারণায় বিজয় অর্জন হয়ে গেছে ভেবে সকল সতর্ক পন্থা ভুলে সেনাদের সিনিয়র অফিসাররা বের হয়ে সামনে এসে যায় ৷ এমন সময় মুজাহিদরা আবার আক্রমণ করে বসে ৷ এতে দক্ষিণ কাশ্মীরের ডিআইজি অমিত কুমার ও আর্মির এক লেফটেনেন্ট কর্ণেল মারাত্মক আহত হন ৷ এর কয়েক মুহুর্ত পরই মুজাহিদদের অপর এক কৌশলী আক্রমণে হরবির সিং ও তার সহকর্মী ১ মেজরসহ ১২জন আরআর ব্রিগেডিয়ার গুরুতর আহত হন ৷

জানা যায়, এসময় স্থানীয় এলাকাবাসী ও সেনাদের মধ্যে দিনব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে ৷ সাধারণ মানুষ পাথর মেরে কয়েক সেনাকে আহত করে ৷ এসময় আর্মিদের গুলিতে তিন যুবক নিহত ও কয়েকজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায় ৷ সেনারা ৫টি বাড়িতে বারুদ ফিট করে বাড়িগুলো উড়িয়ে দেয় ৷

২০ঘন্টা স্থায়ী রক্তক্ষয়ী এ যুদ্ধে ৩ মুজাহিদ ও ৩ সাধারণ নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে ৷ বিপরীতে মেজর ডিএস ডনডিয়ালসহ ভারতীয় ৯ জন সেনা নিহত এবং ৪ অফিসারসহ কয়েক ডজন সেনা গুরুতর আহত হন ৷