কাশ্মীরের স্বাধীনতার বিকল্প নেই: ড. আহমদ আবদুল কাদের

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ৩০ ২০১৯, ১৯:৪৮

একুশে জার্নাল ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে ভারতর কাশ্মীরের উপর অধিকার হারিয়েছে। আজ কাশ্মীরে গণ হত্যা চলছে। খুন, ধর্ষণ, নির্যাতন চলছে। পুরো কাশ্মীর জেলখানায় পরিণত হয়েছে। আমরা কাশ্মীরে ভারতে এ আগ্রাসন নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে কাশ্মীরের স্বাধীনতার কোন বিকল্প নেই। বাংলাদেশের মানুষ কাশ্মীরী মজলুম জনগণের পক্ষে আছে এবং থাকবে। আমাদের সরকারের এমপি-মন্ত্রীরা কাশ্মীরীদের সাথে থাকুক আর না থাকুক তাতে কিছুই যায় আসে না। বাংলাদেশের মানুষ স্বাধীণতার পক্ষে আছে। মোদী সরকারের গুম, হত্যা, খুনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বিশ্ব মুসলিমকে কাম্মীরী মজলুমদের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। কাশ্মীরী ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ও অবরুদ্ধ কাশ্মীরী জনগণকে রক্ষায় জাতিসংঘসহ বিশ্বসীকে সোচ্চার হতে হবে। খেলাফত মজলিসের সদস্যপ্রার্থীদের নিয়ে আয়োজিত কেন্দ্রীয় তরবিয়তী মজলিসে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ সকাল সাড়ে ৯টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরে নায়েবে আমীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিমের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী তরবিয়তী মজলিসে বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন প্রমুখ।