কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০১ ২০২০, ১৮:৫৪

রেজওয়ান উল্লাহ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা, পুস্পস্তবক অর্পণ, দোয়া ও স্মরণ সভার মধ্য দিয়ে কলারোয়ায় পালিত হলো বরেণ্য ভাষা সৈনিক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী। সোমবার সকাল ৯ টায় কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক গুণমুগ্ধগণ।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ইন্তাজ আলি। সন্ধ্যা ৭ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বরেণ্য এই ভাষা সৈনিক স্মৃতিচারণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় স্মৃতিচারণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক রইছউদ্দীন, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়ির সহ-সভাপতি ও পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, অধ্যক্ষ ফারুক হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যাপক আবুল খায়ের, এমআর ফাউন্ডেশন একাডেমির অধ্যক্ষ আবুল হোসেন, শিক্ষক নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক এবাদুল হক, শিক্ষক নেতা সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক মুনছুর আলী, প্রধান শিক্ষক আব্দুল আলীম, প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, সহকারী অধ্যাপক ইউনুছ আলি, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক নেতা সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া, শিক্ষক নেতা সহিদুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক শামসুর রহমান লাল্টু, মাস্টার উৎপল কুমার সাহা, মাস্টার সাইফুল ইসলাম, মাস্টার হুমায়ুন কবির, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন শিক্ষক নেতা মোস্তফা বাকি বিল্লাহ শাহী।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ।