করোনা ঝুঁকিতেও থেমে নেই বাহুবল ফায়ার সার্ভিস ভবন নির্মাণে কাজ; নানা অনিয়মের অভিযোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৭ ২০২০, ১৩:১৬

নিজস্ব প্রতিবেদক,বাহুবল হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় করোনার প্রভাব চলাকালে ও চলছে ফায়ার সার্ভিস নির্মাণের কাজ।  উপজেলা সদরের মহাসড়ক ঘেঁষে ফায়ার সার্ভিস ভবন নির্মিত হচ্ছে। সরেজমিনে নির্মাণ কাজ দেখতে গিয়ে,চোখে পরেনি উক্ত ভবন নির্মাণ কাজের বিলবোর্ড!

স্ব চোখে পরলো,২নং ইট দিয়ে চলছে বাউন্ডারি এবং দেয়াল তৈরির কাজ। আধা নির্মিত ভবনের পাশ থেকে মাটি কেটে ভরাট হচ্ছে ভবনের চারপাশ।

এছাড়াও কাজ তদারকিতে একজন সাইড ইঞ্জিনিয়ার থাকার কথা থাকলেও খোঁজে পাওয়া যায়নি এমন ব্যক্তিকে। শুধু শ্রমিকদের কাজ করতে দেখা গেছে।

কাজের অনিয়ম সম্পর্কে জানতে গণপূর্ত বিভাগের হবিগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে,তাতে মেলেনি কোন সাড়া।

দায়িত্বরত টিকাদার ফয়েজ আহমেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এখন কাজ বন্ধ আছে।এতে ঠিকার বলছেন ভিন্নকথা! অথচ ভবন নির্মাণ কাজ চলমান।

২ নং ইট দিয়ে ওয়াল তৈরি সহ নানা অনিয়মের কথা স্বীকার করে তিনি দ্রুত সকল অনিয়ম সংশোধন করে দেয়ার আশ্বাস দেন। স্থানীয়দের অভিযোগ,স্থানীয় সরকারের অবহেলায় ভবন নির্মাণে এমন অনিয়ম হয়েছে।