করোনার প্রভাবে কৃষকের ভরাডুবি

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২০ ২০২০, ০৭:২৯

মহসিন মুন্সী, ফরিদপুর প্রতিনিধি: করোনার প্রভাবে কৃষকদের ফসল মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, কৃষকদের করা সব্জি জাতীয় বিভিন্ন ফসল (যেমন- বেগুন, লাউ, কুমড়া, লেটুসসহ বিভিন্ন সবজি) মাঠে নষ্ট হয়ে যাচ্ছে। করোনার ভয়ে ফসল তোলা যাচ্ছে না। ফসল তোলা গেলেও সবাই তা বাজারজাত করতে পারছেন না। আবার যারা বাজারজাত করতে পারছেন তারা যথাযথ মূল্য পাচ্ছেন না।

কৃষ্ণপুর এলাকায় দেখা গেল, বেগুনের মন বিক্রি হচ্ছে ১০০ টাকা, কাঁচা মরিচ ২০/২২ টাকা প্রতি কেজি।

মমিনখার হাটে দেখা গেছে, ৫/৬ টাকা কেজি মিষ্টি কুমড়া বিক্রি হতে। কানাইপুর এলাকায় লেটুসপাতা দেখা গেছে ২/৩ টাকা প্রতি কেজি।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, করোনার প্রভাবে তারা শ্রমিক ঠিকমত পাচ্ছেন না। পরিবহনের ব্যবস্থাও ঠিকমত পাচ্ছেন না। সর্বোপরি ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। তাদের আশংকা, দীর্ঘদিন এভাবে চলতে থাকলে কৃষকদের আর খুঁজে পাওয়া যাবে না।

ভূক্তভোগী কৃষকদের আশা, হয়তো জনদরদী সরকার প্রধান, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা তাদের মঙ্গলার্থে কোন ব্যবস্থা নেবেন।