করোনাভাইরাসের কারণে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ৩১ ২০২০, ১০:৪০

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দ্রুত হারে চীনের বাইরে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডহ্যানম ঘেব্রেইসুস বলেন, “এমন ঘোষণার মূল কারণ হলো চীনে যা ঘটছে তা নয়, এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে।”

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডব্লিউএইচও প্রধান।

অপেক্ষাকৃত কম সক্ষমতা সম্পন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থার দেশগুলোতে এটি ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ইতোমধ্যে চীনে এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন অন্তত ২১৩ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত পৃথিবীর ১৮টি দেশে ৯৮ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। তবে তাদের মধ্যে কেউ এখনও মারা যাননি।

এসব দেশে আক্রান্তদের বেশিরভাগই ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহান শহরে অবস্থান করছিলেন। মানুষের মাধ্যমে এই ভারইরাস ছড়িয়েছে এমন ১৮টি ঘটনা পাওয়া গেছে জার্মানি জাপান, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রে।

উল্লেখ্য, বিগত দশকে পাঁচটি আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এগুলো হলো- ২০০৯ সালে এইচ ওয়ান সোয়াইন ফ্লু ভাইরাসের জন্য, ২০১৩ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব, ২০১৪ সালে পোলিও, ২০১৬ সালে জিকা ভাইরাস এবং ২০১৯ সালে আবারও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাবের জন্য।