কবি নুরুল ইসলাম হেলালের গুচ্ছ কবিতা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০১ ২০১৯, ০৯:৫৫

রূপকথা নয়

সবুজ গাঁয়ে থাকি আমি
পাখির মত মন
ইচ্ছে হলেই উড়াল দিয়ে
বেড়াই সারাক্ষণ।

দৃষ্টি মেলে চেয়ে দেখি
রং বেরঙের ফুল
গাছে গাছে হরেক ফলের
কেমনে দিব তুল!

শষ্য শ্যামল ফসল ভরা
সবুজ ঘেরা মাঠ
রূপকথা নয়, সত্য আমার
নিত্য দেখা পাঠ।

নদীর পাড়ে ছোট্ট বাড়ি
কাব্যে গড়া ঘর
ছন্দ গেয়ে উঠি যখন
ভালো থাকে স্বর।

খাতার পাতায় লিখতে বসি
মনের কথা সব
নরম গরম চরম ছড়ার
তুলি কলরব।

কে যাও পথিক

কে যাও পথিক! বলছি তোমায় শোনো
একটা জীবন, আর পাবে না কোনো
থাকতে সময় সঠিক পথে চলো
গড়বে জীবন, শপথ করে বলো

আল্লাহ তোমায় জ্ঞান দিয়েছেন ভালো
কোনটা আঁধার, কোনটা জ্বালায় আলো
জানো তুমি ভালো করেই জানো
এখন কেবল জানা কথাই মানো।

পাপ করেছো, যাবে কি তাই ঝরে?
শুদ্ধ হবে তাওবা করার পরে
করবে না পাপ সারা জীবনভরে
আজই বলো আল্লাহ-রাসূল স্মরে।

কুরআন-হাদীস মতে জীবন গড়ে
এই জীবনের সঠিক কদর করে
হায়াত শেষে যাবে যখন মরে
আলো হবে আঁধার কবর ঘরে।

উঠবে এবার গেয়ে

তরুণ যুবক বন্ধু ওহে
ভাবছো কেন বসে
ভাবনা তোমার শেষ করে নাও
কলম হাতে কষে।
শক্তি আছে বক্ষ ভরা
পণ করে নাও গড়বে ধরা
বিশ্ববিবেক কাঁদছে আজো
দেখছে তোমায় চেয়ে
চাই জাগরণ, বিশ্বসভায়
উঠবে এবার গেয়ে।

উত্তালে আজ মাতাল স্বদেশ
দেখছো তলে যাবে
কান্ডারি হও, ঘুরাও ভেলা
পারবে, তুমিই পাবে।
হক বাতিলের দ্বন্দ্বখেলা
চোখ থেকেও অন্ধমেলা
চোর ডাকাত আর স্বার্থলোভির
স্বাধীন বাংলাদেশে
দেশ জাতিকে বাঁচাও যুবক
আদর্শ বীর বেশে।