কওমী সিলেবাসে নয়, পাঠদান পদ্ধতি পরিবর্তন জরুরী:আন্তর্জাতিক সেমিনারে বক্তাগন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১৯ ২০১৯, ১৫:৫০

কওমি মাদরাসার মূল সিলেবাসে পরিবর্তন নয় বরং পাঠদান পদ্ধতিতে পরিবর্তন দরকার৷ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ স্তরের পাঠদান পদ্ধতি প্রণয়ন করা প্রয়োজন৷ আরবি ভাষা শিক্ষা ও কুরআন হাদিসের উসুল বা মূলনীতি পাঠদানের ক্ষেত্রে মুখস্তনির্ভরতা কমিয়ে প্রাক্টিক্যালি প্রয়োগ নিশ্চিত করতে পারলে চলতি সিলবেসাই কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব৷

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বিএমএ মিলনায়তনে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে “কওমী মাদরাসা শিক্ষা কারিকুলাম” শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ নূরুল করীম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ।

প্রবন্ধের উপর আলোচনা করেন দারুল উলুম দেওবন্দ ভারতের সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুজিবুল্লাহ কাসেমী, নাযেমে দারুল ইকামা আল্লামা মুনিরুদ্দিন নকশবন্দী, নদওয়াতুল উলামা লখনৌর শাইখুল হাদীস আল্লামা নিয়াজ আহমদ নদভী, মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইয়া’লা আহমদ সিদক্বী, বেফাক এর মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা নুরুল হুদা ফয়েজী, বগুড়া জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হক আজাদ, বেফাক দ্বীনিয়া এর মহাসচিব মুফতী মোহাম্মাদ আলী, হাইআতুল উল্ইয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহা. ইসমাঈল হোসেন, মুফতী আবু ইউসুফ, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মোমেনশাহীর মাওলানা খালেদ সাইফুল্লাহ, মুফতী নূরুল আমীন, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, মুফতী আব্দুল আজিজ কাসেমী, মুফতী সানাউল্লাহ, মুফতী মুরতাজা, মুফতী মাছউদুর রহমান চাঁদপুরী প্রমুখ।

বক্তাগণ আরো বলেন, আগামী প্রজন্মকে নৈতিকতা সম্পন্ন দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষা ব্যবস্থাসহ শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

সেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষা ব্যবস্থাসহ শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।