‘কওমি শিক্ষাকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে চাই’ -দিপু মণি

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৩ ২০১৯, ১৫:৫৬

শিক্ষমন্ত্রী দীপু মনি বলেছেন, কওমি মাদরাসায় যে ১৫ লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করেন তাদের পুরোপুরি আমাদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে করতে চাই।

রোববার জাতীয় সংসদে এনামুল হকের (রাজশাহী-৪) কওমি শিক্ষা প্রতিষ্ঠানের সনদের স্বীকৃতি পরবর্তী অবকাঠামো নির্মাণে সরকারের উদ্যোগ সম্পর্কিত একটি সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্কুল এমপিও ভুক্ত করা প্রক্রিয়াধীন

পঙ্কজ দেবনাথের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বর্তমান সরকারের আমলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে যা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ইতোমধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০১৮ জারি করা হয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার পরিকল্পণার অংশ হিসেবে তাদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। আমরা আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করবো।