ওসমানীনগরে মাদ্রাসা প্রিন্সিপাল হত্যার প্রধান আসামি লুৎফুর গ্রেফতার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৬ ২০১৯, ০৩:৪৮

ওসমানীনগরের চাঞ্চল্যকর শেখ ফাজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে সিলেটের গোটাটিকর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে দক্ষিণ সুরমা উপজেলার ফরিদপুর গ্রামের তাহির আলীর ছেলে এবং ফজিলাতুন্নেছা মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ওসমানীগর থানার পরিদর্শক (ওসি) এসএম আল-মামুন বলেন, রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে পলাতক লুৎফুরকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সকালে শায়খুল ইসলাম মোটরসাইকেল যোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। বুরুঙ্গা সড়কের মুখ এলাকায় পৌছলে পেছন দিক থেকে একটি প্রাইভেট কার মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ উঠে একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক লুৎফুর রহমান পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লুৎফুর রহমানকে প্রধান আসামি করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই লুৎফুর পলাতক ছিল।