ওমানে মুফতি হাবিবুর রহমান মিসবাহ ও মাওলানা সালাহ্উদ্দিন জাহাঙ্গীর সংবর্ধিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৩ ২০১৮, ২২:২৮

ইবনে সালেহ,ওমান: দশ দিনের দ্বীনি সফরে অাসা বাংলাদেশের খ্যাতিমান বক্তা, ঢাকার মারকাযুত তাক্বওয়া ইসলামিক রিচার্স সেন্টারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ইসলামী চিন্তাবিদ মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা এবং লন্ডন এনটিভির জনপ্রিয় ইসলামিক উপস্থাপক, ফেনী রঘুনাথপুর দারুল উলুম মুহিউস্সুন্নাহ মাদরাসার মহাপরিচালক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা সালাহ্উদ্দিন জাহাঙ্গীর সাহেবদ্বয়কে সালতানাত ওমানের পর্যটন কেন্দ্র মাতরাহ শহরে সংবর্ধনা দিয়েছে “সচেতন শান্তি সমাজ” নামের একটি সংগঠন।

সচেতন শান্তি সমাজ মাতরাহ উপশাখার ব্যাপস্থাপনায় গত ১৩ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় স্থানীয় কেরাতুল কোরঅান মাদরাসার হল রুমে জননেতা মাওলানা মীর আহমদ মিরুর সভাপতিত্বে এবং সাংবাদিক মাওলানা আজগর সালেহীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল এই সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাহবুবুল অালম, হাফেজ শাহাদাত হোসেন ভাসানী, বায়েজিদ আল হাসান, মাওলানা সাইফুল ইসলাম এবং মোহাম্মদ শহিদ প্রমূখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সচেতন শান্তি সমাজ মাতরাহ উপশাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সেক্রেটারী মোহাম্মদ জজমিয়া, মাওলানা এমদাদ শাহ্, হাফেজ ইয়াছিন, মাওলানা অারিফুল ইসলাম, আব্দুল বাছির, মোহাম্মদ মামুন, মোহাম্মদ শাহরুল, মোহাম্মদ জালাল ও মোহাম্মদ সোহাগ।