ঐতিহাসিক বদর যুদ্ধ সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার অমূল্য স্মারক: শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১০ ২০২৩, ০০:৩০

জামিআ সিদ্দিকিয়ায় বদর দিবসের আলোচনা ও দোয়া মাহফিল


জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী বলেছেন, ঐতিহাসিক বদর যুদ্ধ সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার অমূল্য স্মারক। এ যুদ্ধ ছিল মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে এ যুদ্ধ। এটি ছিল মুসলমানদের প্রথম সমর যুদ্ধ। এ যুদ্ধে বিজয়ের মাধ্যমেই মদিনায় ইসলামি রাষ্ট্রের ভীত প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছিল।

রোববার (৯ এপ্রিল) নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামিআ সিদ্দিকিয়ার সহসভাপতি মাহবুব মুহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ।

জামিআ সিদ্দিকিয়ার উপপরিচালক মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সাদেক লিপন, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, টিলাগড় মদনী মসজিদের খতিব আফতাবুজ্জামান হেলাল ও সিলেট উইমেন্স মডেল কলেজের প্রভাষক হেলাল হামাম।

মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মেহেদী হাসান খান, সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক শোয়েব আহমদ খান, সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা মুসাদ্দিক আহমদ, গল্পকার সেলিম আউয়াল, টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, সিলেট মহানগর তাঁতীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাহী সদস্য ফায়যুর রাহমান, প্রাবন্ধিক নাওয়াজ মারজান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম বিল্লাহ, কবি ও বাচিকশিল্পী হুসাইন ফাহিম, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সাদেকুর রাজা সামি, ব্যাংকার রায়হান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল হাসান শুভ ও প্রগতিশীল পাঠকসংঘ শৈলীর সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি