ঐক্যবদ্ধ থেকে জয় নিশ্চিত করার আহ্বান বিএনপির

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২১ ২০১৮, ০৬:২২

যে কোনোভাবে এবারের নির্বাচনে জেতার জন্য নানা কৌশল নিচ্ছে বিএনপি। মনোনয়ন বঞ্চিতদের বিদ্রোহী না হয়ে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে থাকার শপথ করানো হচ্ছে সাক্ষাতকারে। ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে এমন পরিকল্পনা- বলছেন নেতারা।

খুলনা বিভাগের বাগেরহাট-৪ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশী ৫ বিএনপি নেতা সাক্ষাতকার শেষ করেছেন সবে মাত্র। এলাকায় ফিরে যাবার আগে কথা বলেন সাংবাদিকদের সাথে।

যারা বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সবাইকে ডাকা হচ্ছে সাক্ষাতকারে। মনোনয়ন বঞ্চিতদের কাজ করতে বলা হচ্ছে দলীয় প্রার্থীর জন্য।

প্রার্থীতা ঘিরে এলাকায় যাতে দলীয় কোন্দল চাঙ্গা না হয় সেই নির্দেশনাও দেয়া হচ্ছে সাক্ষাতকারে

মনোনয়ন প্রত্যাশিদের শপথ করানোর কথা স্বীকার করেন দলের মহাসচিবও।

আর সমাজবিশ্লেষকরা বলছেন, নির্বাচনে দলের অবস্থান মজবুত করতেই এমন কৌশল।

সাক্ষাতকারকালে মনোনয়নপ্রত্যাশিদের ভোট জালিয়াতি ঠেকাতে দলবল নিয়ে কেন্দ্র পাহারা দেয়ার কৌশলও শিখিয়ে দিচ্ছে বিএনপি। এবারের নির্বাচনে ৩০০ আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র বিক্রি করেছে প্রায় সাড়ে চার হাজার।