এমপি আব্দুস শহীদকে আইএস কর্তৃক হত্যার পরিকল্পনা বিষয়ে চিঠি নিয়ে তোলপাড়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৬ ২০১৯, ১৬:৫০

এহসান বিন মুজাহির :
মৌলভীবাজার-৪ আসনের এমপি ড. মো. আব্দুস শহীদকে হত্যার পরিকল্পনা বিষয়ে একটি চিঠিকে ঘিরে তোলপাড় চলছে এলাকায়। চিঠিতে উল্লেখ করা হয় ‘উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার কুসুমবাগ, মৌলভীবাজার, এসএ পরিবহণের পূর্ব পাশে দোতলা থেকে তা পরিচালনা করা হচ্ছে।

ষড়যন্ত্রকারী আই এস মৌলভীবাজার জেলার পরিচালক তাজুল ইসলাম লুলু, গ্রাম: দরগাপুর, পো: বৃন্দাবনপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। চিঠিতে প্রেরকের ঠিকানা উল্লেখ করা হয়েছে জনৈক সুজন মিয়া কদমতলী, সিলেট। ওই চিঠি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র মিশন রোড, শ্রীমঙ্গল-এর বাসার ঠিকানায় ডাক যোগে আসে।

চিঠিটি সিলেট পোস্ট অফিস থেকে শ্রীমঙ্গল পোস্ট অফিসে পাঠানো হয়। এমপির পি এ ইমাম হোসেন সোহেল বলেন, শুক্রবার সকাল ১১টায় ঢাকা থেকে এমপি স্যার শ্রীমঙ্গলের বাসায় আসেন। অন্যান্য দিনের মত এমপি স্যারের কাছে আসা বিভিন্ন চিঠিপত্র ওইদিন সন্ধ্যার পর খোলা হয়। অন্যান্য চিঠির সঙ্গে ওই চিঠিটিও খোলা হয়। চিঠির লেখা পড়ে বিষয়টি আমি স্যারকে জানাই। স্যার তখন একটি মিটিংয়ে ছিলেন। সেখানে শ্রীমঙ্গল থানার ওসি উপস্থিত ছিলেন। তিনি পওে ইউএনও নজরুল ইসলাম, এসিল্যান্ড মো. শাহিদুল আলম, সার্কেল এএসপি আশরাফুজ্জামানসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানান। চিঠির বিষয়ে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. উপাধ্যক্ষ মো. শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, চিঠির বিষয়ে আমরা জেনেছি। এরপর থেকে আমরা তার নিরাপত্তা জোরদার করেছি। তদন্ত চলছে। চিঠিতে উল্লেখ করা নামের ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছি।

এদিকে একই ধরণের একটি চিঠি কমলগঞ্জ থানায়ও পাঠানো হয়েছে বলে গতকাল নিশ্চিত হওয়া যায়। দুটি চিঠিকেই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এর পেছনে কারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য জোরালোভাবে প্রশাসন কাজ করছেন।