এখনই আমাদের সীমান্তনিরাপত্তা জোরদার করা দরকার; আল্লামা ইউসুফী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৭ ২০২০, ২০:২৬

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহসভাপতি, প্রাজ্ঞ রাজনীতিক, শায়খুল হাদীস আল্লামা আবদুর রব ইউসুফী বলেছেন, চীন-ভারত উত্তেজনায় আমাদেরকে নিরব দর্শকের ভূমিকায় বসে থাকলে চলবে না।

তিনি বলেন, নেপালের সাথেও ভারতের বিরোধ চরম পর্যায়ে অবস্থান করছে। এমতাবস্থায় তাঁরা চীনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। চীন নেপালের অভ্যন্তরে দীর্ঘ রাস্তা নির্মাণ করেছে, যা ভারত-নেপালের সীমান্তে পৌঁছানোকে সহজ করে দিয়েছে। এমতাবস্থায় চীন-ভারত-নেপাল ত্রিদেশীয় যুদ্ধ শুরু হলে ভারতবিরোধী শক্তিদ্বয় নিজেদের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অগ্রসর হতে পারে।

সুতরাং এমতাবস্থা সৃষ্টি হওয়ার পূর্বেই সময় থাকতে নিজেদের সীমান্ত হেফাজত করতে এখনই সীমান্তে সেনাবাহিনী নিয়োগ প্রয়োজন।

আজ সন্ধ্যায় একুশে জার্নালে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, পাকিস্তান তো পূর্ণ প্রস্তুতি নিয়ে বসেই আছে। আমেরিকা, রাশিয়া, অষ্ট্রেলিয়ার প্রস্তুতিও আছে। পরিষ্কার বুঝা যাচ্ছে যে, চীন-ভারত যুদ্ধ শুরু হলে এটা আঞ্চলিক নয়, বহুজাতিক একটা যুদ্ধে রূপ লাভ করবে।

সুতরাং পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে যুদ্ধপরিস্থিতি সৃষ্টি হলে নিজেদের সীমান্তের ব্যাপারে এমনিতেই সতর্ক থাকতে হয়। আশা করি, সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।