উপজেলা নির্বাচনকে সামনে রেখে বাহুবলে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৬ ২০১৯, ০৮:৪৩

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল (হবিগঞ্জ) থেকে:
আসন্ন বাহুবল উপজেলা পরিষদের নির্বাচন কে সামনে রেখে শুরু হয়েছে সম্ভাব্য পদ প্রার্থীদের দৌড়ঝাঁপ।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্বান্ত মোতাবেক সারা দেশের সবকটি উপজেলার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে ইসি।
তবে এবার উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।

যত দিন যাচ্ছে,ততই নির্বাচন কাছে আসছে।
এরই ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটি উপজেলায় নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়ে গেছে।

তারই ধারাবাহিকতায় বাহুবল উপজেলায় ও শুরু হয়ে গেছে সম্ভাব্য পদপ্রার্থীদের নির্বাচনের প্রস্ততমূলক কার্যক্রম।

সরকারদলীয় নমিনেশন পাওয়ার অাশায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও অাওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সহ সরকারদলীয় একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন প্রচার প্রচারণায়।

২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থীরা ও রয়েছেন মাঠে কে হচ্ছেন নৌকা ও ধানের শীর্ষের কান্ডারী এ নিয়ে চলে ভোটাদের মাঝে গুনগুনানী বিশ্লেষণ।

সরকারদলীয় সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই।

মনোনয়ন পাওয়ার আশায়
রয়েছেন কেন্দ্রীয় তাঁতীলীগের মেম্বার, হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সংগ্রামী সভাপতি,১নং পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,সিলেট বাণিজ্যিক মহা-বিদ্যালয়ের সাবেক ভিপি অালহাজ্ব মোঃ মুদ্দত অালী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অাক্তারুজ্জামান নাছির ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব আব্দুল কাদির চৌধুরী।

২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন উপজেলা বিএনপি’র সভাপতি অালহাজ্ব অাকাদ্দুছ মিয়া বাবুল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এম এ মুছা,ও বাংলাদেশ জামায়েত ইসলামির সিলেট মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান অালী ও আলোচনায় রয়েছেন জেলা জাতীয় পার্টির নেতা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরো অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের ও নাম শুনা যাচ্ছে জনসাধারনের মুখে মুখে।