১৫ জুন থেকে জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপনে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১২ ২০১৯, ০০:৪২

একুশে জার্নাল ডেস্ক: বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ডা. মর্তুযা চৌধুরী ও আল্লামা ফখরুদ্দীন (রাহ.) সহ তৎকালীন এলাকার মুরুব্বিয়ানে কেরামদের অক্লান্ত পরিশ্রমে গড়া, আল্লামা মুরাদাবাদী (রাহ.)-এর প্রিয় শাগরিদ, ফারিগে দেওবন্দ, উস্তাজুল মুহাদ্দিসীন শায়খুল হাদীস আল্লামা হাফিজ মাসউদ আহমদ বাঘার হুজুর (দামাত বারাকাতুহুম) এর খাস ফয়েজ, ও মুহতামীম হযরত মাওলানা শায়খ আবদুশ শহীদ গলমুকাপনীর খাস দোয়া এবং নির্বাহী মুহতামিম হযরত মাওলনা মুফতী ওয়াহিদুল ইসলাম বনিয়াচুঙ্গীর (দামাত বারাকাতুহুম) পরিচালনায়, সিলেট জেলার ওসমানীনগর থানাধীন ঐতিহ্যবাহী প্রবীন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ গলমুকাপন ওসমানীনগর’ ইনশাআল্লাহ্ আগামী ১৫ই জুন ২০১৯ ঈসায়ী মোতাবেক ১১শাওয়াল ১৪৪০ হিজরী
রোজ শনিবার খুলবে।

জামেয়ার নূরানী বিভাগ, হিফজ বিভাগ ও জামাত বিভাগ (ইবতেদায়ী চাহারম থেকে নিয়ে তাকমিল ফিল হাদীস) পর্যন্ত ছাত্রদের ভর্তি কার্যক্রম যথাযথ ভাবে শুরু হবে। তাই পুরাতন ও নতুন ছাত্রদের যথাসময়ে হাজির হয়ে ভর্তি হওয়ার আহবান করা যাচ্ছে।

মাদরাসা কর্তৃপক্ষ।
01721508783