ইসি সচিবের বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম!

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২৪ ২০১৮, ০৫:০০

হেলালুদ্দীনের পদত্যাগ দাবি করে হিরো আলম বলেন, ‘তিনি যে আমাকে ইঙ্গোর (ইগনোর) করে কথা বলছে তাই আমি তার পদত্যাগ চাই

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম।

আজ রোববার সকালে নিজ নির্বাচনী এলাকার কাহালুতে গণসংযোগকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ কথা জানান হিরো আলম।

হিরো আলম বলেন, “ইসির (ইসি সচিব) বিষয়টা কি তা আপনারা সবাই জানেন। আমি নির্বাচনে দাঁড়ানোর পর থেকে একের পর এক ষড়যন্ত্র চলতেছে। প্রথমে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করলো। তারপর আমি আপিল করলাম। সেখানেও বাতিল করলো। পরে হাইকোর্টে রিট করলাম। সেখান থেকে রায় পাই। রায়ের পরেই কিন্তু আমি নির্বাচনে দাঁড়াই। কিন্তু তার পরে ইসি কিন্তু সেদিনকে একটা কথা বলল হেলালুজ্জামান, ‘হিরো আলমের মতো লোক, ও আমাদের হাইকোর্ট দেখায়।’ উনি কিন্তু ওখানে ‘তুই’ বলে একটা শব্দ বলেছেন।”

‘বাংলাদেশের নাগরিকদের ভোটে দাঁড়ানোর অধিকার আছে। সে ছোট হোক বা বড় হোক। তারা কিন্তু জনগণের সেবক। তারা কিন্তু আমাদের চাকরি করে। তারা জনগণের কথা বলবে। উনি (হেলালুদ্দীন) সেদিন যেভাবে কথা বলছে, তখন কিন্তু এক তরফা কথা বলসে। ক্ষমতা দেখাইসে। কিন্তু নির্বাচন কমিশনারের উচিৎ দেশের সবার হয়ে কথা বলা।’

হেলালুদ্দীনের পদত্যাগ দাবি করে হিরো আলম বলেন, ‘তিনি যে আমাকে ইঙ্গোর (ইগনোর) করে কথা বলছে তাই আমি তার পদত্যাগ চাই।’

এ সময় ইসি সচিবের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানান তিনি।

হিরো আলম সিংহ প্রতীক নিয়ে বগুড়া -৪ (নন্দীগ্রাম এবং কাহালু) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।