ইসলামবিদ্বেষী পাঠ্যপুস্তক বাতিলের দাবি হেফাজতের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৯ ২০২৩, ১৫:৫৫

দেশের শিক্ষানীতি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ ব্যাপারে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইসলামবিরোধী পাঠ্যপুস্তক বাতিলের দাবি করেছে। একই সঙ্গে তারা কারাবন্দী আলেম-ওলামাদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করার প্রতিবাদ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো হেফাজতে ইসলামের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিটি পাঠিয়েছেন হেফাজতের প্রচার সম্পাদক কেফায়েতুল্লাহ আজহারী। বিবৃতিটি দিয়েছেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী, জ্যেষ্ঠ নায়েবে আমির মুহাম্মাদ ইয়াহহিয়া ও মহাসচিব সাজিদুর রহমান।

বিবৃতিতে তাঁরা অভিযোগ করে বলেন, বাংলাদেশের মুসলমানের সন্তানদের ইমান, আকিদা ও দেশপ্রেম ধ্বংসের জন্য শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব ইসলামবিরোধী শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের বারবার আশ্বস্ত করা হয়েছিল, পাঠ্যবইয়ে ইসলামবিরোধী কিছু থাকবে না। কিন্তু সে কথা রাখা হয়নি। শিক্ষার্থীদের হাতে ইসলামবিদ্বেষী বইপুস্তক তুলে দেওয়া হয়েছে। এতে স্পষ্ট যে পুরো একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করার দাবি তাঁদের। একই সঙ্গে ইসলামবিরোধী পাঠ্যপুস্তক বাতিলের দাবি জানিয়েছে তাঁরা।

হেফাজত নেতারা আরও বলেন, কারাবন্দী আলেম-ওলামাদের আদালতে হাজির করার সময় সম্পূর্ণ বেআইনিভাবে ডান্ডাবেড়ি পরানো হচ্ছে। এই ঘটনা শুধু অমানবিকই নয়, বেআইনিও। এভাবে আলেমদের লাঞ্ছিত করা কারও জন্য শুভ হবে না। আলেমরা দেশের শত্রু বা সন্ত্রাসী নয়। তাঁদের এভাবে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে তোলা চরম অমানবিক।