ইলম অন্বেষণের পূর্ব শর্ত শিষ্টাচার ও ধৈর্য : আল্লামা আহমদ শফী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১১ ২০১৯, ১৭:৪১

হাবীব আনওয়ার

ইলম অন্বেষণ করার আগে শিষ্টাচার শিখতে হবে। কারণ, যার মাঝে শিষ্টাচারের অভাব সে কখনো ইলম থেকে উপকৃত হতে পারে না।

ইলম পেতে হলে উস্তাদের সম্মান, মাদরাসার সম্মান, কিতাবের সম্মান, সাথি ভাইদের সম্মান বজায় রাখতে হবে। যাদের শিষ্টাচারের অভাব তারা কখনো এর সম্মান বজায় রাখতে পারেনা। যার কারণে, অনেক মেধাবী ছাত্রও ইলম থেকে উপকৃত হতে পারে না।

আজ ১১ ই জুন মঙ্গলবার বাদ যোহর দক্ষিণ এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ দীনি শিক্ষা নিকেতন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বায়তুল করিম জামে মসজিদে নতুন-পুরাতন সকল ছাত্রদের উদ্দেশ্যে দেয়া প্রদত্ত বয়ানে জামিয়ার পরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন!

আল্লামা শফী আরো বলেন, ইলম অন্বেষণের জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে উম্মুল মাদারিসে এসেছেন। আপনাদের পিতা-মাতাও বুক ভড়া আশা নিয়ে আপনাদেরকে পাঠিয়েছেন। যেন বড় আলেম হয়ে দ্বীনের সঠিক পথে তাদের পথ পদর্শন করতে পারেন। তাই সময়ের খুব গুরুত্ব দিবেন। ভালোভাবে লেখা পড়া করবেন। অযাথা ঘুরাঘুরি করবেন না। মাদরাসার নিয়ম-কানুন মেনে চলবেন। উস্তাদদের সাথে সম্পর্ক তৈরী করবেন।

আল্লামা শফী আরো বলেন, অনেকেই হাটহাজারীতে নতুন এসেছেন। পরিবেশের সাথে মিলতে একটু সময় লাগবে। তাই প্রথম প্রথম একটু কষ্ট হলেও ধৈর্যের সাথে থাকলে উপকৃত হবেন। নিজের জীবনকে গড়তে পারবেন।

এসময় জামিয়ার সহকারি পরিচালক আল্লাম জুনায়েদ বাবুনগরীসহ জামিয়ার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।