ইনস্টাগ্রাম অ্যাপ চালু করেছে খাবার অর্ডার সেবা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৫ ২০২০, ১৪:১১

মো: উজ্জ্বল (আশুলিয়া প্রতিনিধি) :সারা বিশ্বের ন্যায় করোনা ভাইরাস বিস্তার রোধে চলছে লক ডাউন। এমন পরিস্থিতিতে স্থানীয় ব্যবসা গুলোকে সহায়তা করতেই নিজেন্স অ্যাপে খাবার অর্ডার সেবা চালু করেছপ ইনস্টাগ্রাম।

প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র এবংকানাডায় নতুন এই ফিচারটি চালু করেছিলো ফেইসবুক মালিকানাধীন ছবি শেয়ারিং এ অ্যাপটি।

বিশ্বের অন্যান্য দেশে সেবাটি চালু করার অংশ হিসাবে ইনস্টাগ্রাম যুক্তরাজ্যে উন্মুক্ত করলো এই ফিচার।

ইনস্টাগ্রাম জানায়,ব্যবসা বা রেস্টুরেন্টের প্রোফাইলে নতুন একটি অ্যাকশন বাটন যোগ করা হয়েছে।

গ্রাহক বাটনটি চেপে রেস্টুরেন্টেরর ওয়েব সাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন বলে জানিয়েছে আএএনএস।

ইনস্টাগ্রাম আরো বলেন,এখন যে পরিস্থিতি চলছে তাতে অনেক ব্যবসা বেলাতেই প্রতিটি বিক্রিই তাদের জন্য সহায়ক।

করোনা ভাইরাসেরর কারণে যে প্রতিষ্ঠান গুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে তাদের সহায়ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।