ইজতেমা নিয়ে গাইলেন আবু সুফিয়ান

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১২ ২০১৯, ০৭:০৩

জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান এবার এস্তেমা ও শাপলাচত্বর নিয়ে সংগীত গাইলেন।

সংগীতটি লিখেছেন বিশিষ্ট ছড়াকার ওমর ফারুক মজুমদার ও সুর করেছেন আবু সুফিয়ান। এর আগে আহমদ শফী সাহেবকে নিয়ে গাওয়া গানটিও ছিলো ওমর ফারুক মজুমদারের কথা ও আবু সুফিয়ানের সুরে।

সংগীতি রেকর্ড করা হয়েছে সুরকেন্দ্র স্টুডিওতে এবং কম্পোজার ছিলেন জয়নাল আবেদিন একাত্ত ও শব্দ ধারণ করেছেন আল আমিন জাজ।ক্যামেরা ও এডিট এ ছিলেন এইচ এম উবায়দুল্লাহ। সহশিল্পী ছিলেন সেলিম সানি।

শিল্পী আবু সুফিয়ান বলেন টঙ্গী ও শাপলাচত্বরের বেদনা গুলো এই গানে ফুটে ওঠেছে।

আমরা চাই সুরের মাধ্যমে জবাব দিতে এবং সবসময় কলরব শিল্পীগোষ্ঠী সেই কাজেই করে আসছে, সামনেও করে যাবে ইনশাআল্লাহ।

https://www.youtube.com/watch?v=-PfaSC9Plt4&feature=youtu.be&fbclid=IwAR3iZBduZpp-N1M3AbvAIEpzCAY58HZ1aoDGD-HyB60JEqevq5VIpxte2uE