ইচ্ছে করে | ফিরোজ হাসান চৌধুরী টিটু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২০ ২০১৯, ০৭:৩৬

ইচ্ছে করে
ইচ্ছে করে তোমাকে নিয়ে কোন জোসনা রাতে চোখে চোখ রেখে স্বপ্নের জাল বুনতে কিংবা আকাশের নক্ষত্র গুনতে।

ইচ্ছে করে তোমাকে নিয়ে শরৎ এর নিপাট নিলীমায় মেলে গাংচিল ডানা নীল দিগন্ত ছুঁতে।

ইচ্ছে করে তোমাকে নিয়ে হাতে হাত রেখে অব্যক্ত মনের পংক্তি মালা শুধাতে।

ইচ্ছ করে তোমাকে নিয়ে রোদেলা ঝুম বৃষ্টিতে ভিজতে আর বৃিষ্টস্নাত তোমাকে মন ভরে দেখতে,মনের মাধুরি মিশিয়ে,রংধনুর সাত রংগে হ্নদয়ের রং তুলিতে তোমাকে আঁকতে।

ইচ্ছে করে তোমাকে নিয়ে কোন মেঠো পথে হাটতে,রোমান্টিক বাতাসে বকুল তলায় বসে তোমার চুলের চুলের ম্রিয়মান ঘ্রান নিতে।

ইচ্ছে করে তোমাকে নিয়ে কথার ডালি সাজিয়ে হাজারো উপমায় তোমাকে নিয়ে লিখতে।
তীব্র গরমে তোমার শীতলতা
আর ঠান্ডায় তোমার উষ্ঞতা পেতে।