আল ফালাহ ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১২ ২০২২, ১৭:২৮

ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ছাত্র সমাজকে যোগ্যতর হতে হবে: মাওলানা শাহ মিজানুল হক


অযোগ্য ও নৈতিকতা বিবর্জিত নেতৃত্বের কারণে দেশ আজ অস্তিত্ব সংকটে। দেশকে সঠিকভাবে পরিচালনার নৈতিক শিক্ষা অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে।

১২আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় জামেয়া দারুল ফালাহ এর ছাত্র সংগঠন “আল ফালাহ ছাত্র সংসদ” এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশী মুসলিম ইন ইউকের জেনারেল সেক্রেটারি,টিভি ওয়ানের বিশিষ্ট উপস্থাপক মাওলানা শাহ মিজানুল হক উপরিউক্ত কথাগুলো বলেন।

আল ফালাহ ছাত্র সংসদের সভাপতি,জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড.শফি আহমদ,বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সহকারী সার্জন ডা: আবু উবাইদাহ মু. মুসা।

জামিয়ার শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আদনান আহমদ, মাওলানা মাবরুর রাহমানী, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ।

জামেয়ার সহকারী শিক্ষক মুফতি শরিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আমিরুল ইসলাম, হাফিজ মাওলানা কামরুল ইসলাম জামাল, হাফিজ মাওলানা সালেহ আহমদ নোমান, হাফিজ মাহমুদ তামিম,মাওলানা আতিকুর রাহমান,হাফিজ ফয়সল আহমদ,হাফিজ মাওলানা নিজাম উদ্দিন, হাফিজ আকরামুল হক ফাহাদ,জনাব আফজাল হোসাইন কামিল। প্রমুখ।