আল্লামা বাবুনগরীর উন্নত চিকিৎসার প্রয়োজন; সংবাদ সম্মেলনে তাঁর পরিবার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৯ ২০১৯, ০৮:৫৯

আসসালামু আলাইকুম

প্রিয় সাংবাদিক ভাইয়েরা ! আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন এ জন্য আমার পক্ষ থেকে এবং জুনায়েদ বাবুনগরীর পরিবার,ছাত্র, ভক্ত এবং শুভাকাঙ্খী এবং উপস্থিত সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি ৷

প্রিয় সাংবাদিক ভাইয়েরা ! আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আমার ভাগ্নে আল্লামা জুনায়েদ বাবুনগরীর উন্নত সুচিকিৎসা এবং পাসঙ্গিক বিষয়ে জাতিকে জরুরী কিছু বিষয় অবহিত করতে চাচ্ছি ৷

প্রিয় সাংবাদিক ভাইয়েরা! আপনারা জানেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক এবং এশিয়ার বিখ্যাত একজন হাদীস বিশারদ ৷ তিনি হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতাদের একজন আমার দাদা আল্লামা সূফী আজিজূর রহমান বাবুনগরীর পপৌত্র ৷এবং বাবুনগর মাদরাসার প্রতিষ্ঠাতা আমার আব্বা আল্লামা শাহ হারূন বাবুনগরী রহ এর অত্যন্ত প্রিয় নাতি ৷
জুনাইদ বাবুনগরীর আব্বা মিশকাত শরীফের বিশ্ববিখ্যাত ব্যখ্যাগ্রন্থ “তানজিমুল আশতাতের ” রচয়িতা মাওলানা আবুল হাসান রহ. দীর্ঘদিন হাটহাজারী মাদরাসায় হাদীস এবং তাফসীরের খেদমত আঞ্জাম দিয়েছেন ৷

আল্লামা জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন অত্র জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হাদীসের পাঠদান করেছেন ৷ তিনি, হেফাজত ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর একান্ত অনুগত ছাত্র এবং খলিফা হওয়ায় তাঁর ডাকে সাড়া দিয়ে ২০০৪ সাল থেকে হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হিসেবে নিয়োজিত আছেন ৷

জুনায়েদ বাবুনগরী আমীরে হেফাজতের বিশ্বস্থ ও যোগ্য হওয়ায় ২০১১ সনে সর্বসম্মতিক্রমে তাঁকে হেফাজতের মহাসচিব নির্বাচিত করা হয় ৷ অদ্যাবদি তিনি যোগ্যতা ও দক্ষতার সহিত সকলের সাথে পরামর্শ করে আমীরে হেফাজতের সিদ্ধান্ত অনুযায়ী মহাসচিবের গুরু দায়িত্বপালন করছেন ৷

আল্লামা জুনায়েদ বাবুনগরী ২০১৩ সালে হেফাজতের অবরোধের পর দীর্ঘদিন কারা নির্যাতন ভোগ করেন ৷ কারাগারে তাকে উনিশ দিন রিমান্ড দেয়া হয় ৷ রিমান্ডের পূর্বে সে তেমন অসুস্থ ছিলনা কিন্তু রিমান্ডের পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ ৷ প্রায়ই শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷ উন্নত চিকিৎসা না হওয়ার দরূন তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয় না ৷ বর্তমানে সে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা খিলগাওস্থ ” খিদমাহ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মানবেতর জীবন যাবন যাপন করছেন ৷

গত ২৭ জানুয়ারী রাতে আল্লামা জুনায়েদ বাবুনগরী’র ইনফেকশন হয়ে যাওয়া বাম পায়ে একটি সফল অস্ত্রপ্রাচার করা হয়েছে ৷

ঢাকার এ্যাপোলো, বারডেম এবং খিদমাহ হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার, প্রফেসরগণ বোর্ড বসে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেছেন, হুজুরের শারীরিক সমস্যা কঠিন অবনতির দিকে ৷ কিডনি, হার্ট , লিভার, প্রেশার, ডায়াবেটিস,পায়ের ইনফেকশন সহ সব গুলো রোগ একই সাথে মারাত্বক জটিল আকার ধারন করেছে। একটির চিকিৎসা করলে আরেকটির জন্য সমস্যা তৈরি হচ্ছে। এর দরূন দিন দিন হুজুরের শরীরের অবস্থা অবনতি হচ্ছে ।

অতএব চিকিৎসায় স্বাভাবিকতা ফিরিয়ে আনা বা উন্নত কোন চিকিৎসা এই দেশের কোন হাসপাতালে সম্ভব নয় কেবলমাত্র সিঙ্গাপুরেই সম্ভব। অতএব, আপনারা চাইলে আপাতত হুজুরকে এ্যাপোলোতে নিতে পারেন। কিন্তু উপস্থিত এ্যাপোলোর ডাক্তার বললেন, হুজুরের এই স্বাস্থ্য ঝুঁকি অবস্থায় হুজুরকে ভর্তি করে আমাদের এ্যাপোলো হাসপাতাল কোন ঝুঁকি নিবে না।

মোটকথা,আল্লামা জুনায়েদ বাবুনগরী উন্নত চিকিৎসার অভাবে ক্রমেই নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন ৷ অতএব হুজুরের উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেয়ার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন বাবুনগরীর চিকিৎসার জন্য গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড ৷ ডাক্তারদের এমন বক্তব্যের পর আমরা পারিবীরিকভাবে খুবই শঙ্কিত ৷

প্রিয় সাংবাদিক ভাইয়েরা! আপনারা জানেন, দ্বীনি শিক্ষা-দীক্ষা আমাদের পূর্বপুরুষদের পেশা ও নেশা ৷ রাজনৈতিক কোন উচ্চ বিলাশিতা আমাদের পরিবারে নেই ৷ শুধু আল্লাহ এবং রাসুল সা. এর ভালবাসায় আমীরে হেফাজতের সিদ্ধান্তে নাস্তিক মুরতাদ বিরোধী হেফাজতের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৷ ২০১৩ সালে মুমূর্ষ অবস্থায় কারামুক্তির পর ডাক্তাদের পরামর্শে উন্নত চিকিৎসার লক্ষ্যে দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট নবায়ন করতে দিলে তাঁর পাসপোর্ট জব্দ করা হয় ৷
এ বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে বার বার যোগাযোগ করা হলে “পাসপোর্ট দিচ্ছি, দিয়ে দেবো ইত্যাদি কথা বলে আশ্বস্থ করলেও আজ পর্যন্ত তা ফেরৎ দেয়া হয়নি ৷

আমাদের পরিবারের পক্ষ চট্টগ্রামস্থ পাঁচলাইশ পাসপোর্ট অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানিয়েছে “পাসপোর্ট রেডি আছে, তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় দেয়া সম্ভব হচ্ছে না ৷ আমার জানা মতে জুনায়েদ বাবুনগরীর অনুরোধে আমীরে হেফাজত নিজেও মহাসচিবের পাসপোর্ট ফেরতের জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ে সুপারিশ করেছেন ৷ এমনকি গতরাতেও আমীরে হেফাজত প্রশাসনের উচ্চ পর্যায়ে ফোন করে সুপারিশ করেছেন মর্মে আজকের দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে৷

প্রিয় সাংবাদিক ভাইয়েরা! আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন -মৃত্যুর সন্ধিক্ষণের এহেন মুহূর্তে তার উন্নত চিকিৎসার্থে আমি তাঁর বড় মামা হিসেবে সরকার সহ সংশ্লিষ্ট সকলের কাছে তার পাসপোর্ট ফেরৎ এবং দেশের বাইরে সুচিকিৎসার লক্ষ্যে যাবতীয় বাধা নিরশনের দাবী জানাচ্ছি ৷ এবং আপনাদের মাধ্যমে দেশ-বিদেশের সাধারণ মুসলমান,হেফাজতের নেতা-কর্মী এবং মাদরাসার ছাত্র শিক্ষক সকলের কাছে একটি অনুরোধ জানাচ্ছি যে, দুআ হচ্ছে ঈমানদারের হাতিয়ার ৷ জুনায়েদ বাবুনগরী জেলে থাকা অবস্থায় দেশের হাজার হাজার নারী পুরুষ রোজা রোজা রেখে এবং নামায পড়ে দুআ করেছেন ৷ এবারো আমি পরিবারের মুরুব্বী হিসেবে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলেই নফল রোজা রেখে, এবং দাওরা হাদীসের মাদরাসাগুলোতে ছাত্র শিক্ষক সকলে কুরআন শরীফ, বোখারী শরীফের খতম পড়ে এবং হিফজ ও মাধ্যমস্থরের মাদরাসাগুলোতে কুরআন শরীফের খতম করে জুনায়েদ বাবুনগরীর রোগ মুক্তি এব