আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দেখতে খিদমাহ হাসপাতালে আলেমগণের ঢল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৮ ২০১৯, ১৮:৫৭

হাবীব আনওয়ার: হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক,হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব, বিদগ্ধ মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.বা. এর শারীরিক খোঁজ খবর নিতে খেদমাহ হাসপাতালে আলেমগণের ঢল নেমেছে।বিভিন্ন মাদরাসার শিক্ষক, মসজিদের ইমামসহ ওলামায়ে কেরাম আল্লামা বাবুনগরীকে দেখতে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আজ বাদ এশা আল্লামা বাবুনগরীকে দেখতে খেদমাহ হাসপাতালে যান জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও ঢাকা মহানগর হেফাজতের সভাপতি আল্লামা নূর হোছাইন কাসেমী।
এ সময় একে অপরকে দেখে আবেগআপ্লুত হয়ে যান ৷ আল্লামা বাবুনগরীর শারীরিক অবস্থা নিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন।

হাফেজ্জী হুজুর রহ.সেবা সংস্থার পরিচালক মাওলানা রাজিবুল হক

এর আগে বাদ মাগরিব, হাফেজ্জী হুজুর রহ.সেবা সংস্থার পরিচালক মাওলানা রজিবুল হক সাহেব, মারকাজু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকার সহকারী পরিচালক, বিশিষ্ট লেখক, মাও.আব্দুল আলীম, সিনিয়র শিক্ষক মাও.আব্দুর রউব,
জামিযা় তালীমুস সুন্নাহের প্রতিষ্ঠাতা পরিচালক মাও. মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাও.ফজলুল করীম কাসেমী, মাও.জাকির কাসেমী , মাও. জয়নাল আবেদীন, মুফতী জাবের কাসেমী, ও মাও.রফিক আহমাদ ফারুকী, ইনসাফ টুয়েন্টি ফোর সম্পাদক মাহফুজ খন্দকারসহ প্রমুখ ওলামায়ে কেরাম।
এসময় তারা আল্লামা বাবুনগরীর দ্রুত আরোগ্য কামনা করেন।এবং পাসপোর্ট ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, হেফাজত মহাসচিব বার্ধক্যজনিত রোগসহ দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত।গত ক’দিন যাবত সাস্থের অবনতী দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত শনিবার ঢাকায় নেওয়া হয়।