আলোচিত মূর্তিভাঙচুরের ঘটনায় হিন্দু যুবক গ্রেফতার 

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২৯ ২০২১, ১৯:৪২

নড়াইলের শোলপুরে আলোচিত মূর্তি ভাঙচুরের ঘটনায় বিভূতী বিশ্বাস ওরফে পাভেল নামের গ্রেপ্তারকৃত যুবক আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত অভিযুক্তকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে আদালতে সোপর্দ করা হলে সে নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় এ তথ্য নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, গত ১৮ আগস্ট রাতে সদর উপজেলার শোলপুর গ্রামে দক্ষিণ পাড়ায় শ্রী শ্রী হরিমন্দিরের হরিচাঁদ ঠাকুর ও শান্তি মায়ের প্রতিমা কে বা কারা ভেঙে ফেলে। এরপরই সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে নাড়া দেয়া স্পর্শকাতর এ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ।

তিনি আরও জানান, এক সপ্তাহ পর এ ঘটনার নায়ক গ্রামের বিভূতী বিশ্বাস পাভেলকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে শনাক্তসহ আইনের আওতায় আনা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে তোলা হলে সেখানে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। তবে সে কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতে তদন্ত অব্যাহত রয়েছে।