আরবী সাহিত্যের জটিল কিতাব মাকামাত হেফজ করে পুরস্কৃত হলো মেখলের তিন কৃতি ছাত্র

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১১ ২০১৯, ১৯:২৬

হাবিব আনওয়ার:
শায়েখ আবুল কাসেম বিন আলী আল-হারীরী আল-বসরী রচিত আরবী সাহিত্যের অদ্বিতীয় কিতাব মাকামাতে হারীরী মুখস্ত করে বিরল কৃতিত্ব অর্জন করেছে মুফতীয়ে আযম ফয়জুল্লাহ রহ.এর স্মৃতি বিজড়িত চট্টগ্রাম আল জামিয়াতুল ইসলামীয়া হামীউস সুন্নাহ মেখল মাদরাসার তিনজন মেধাবী ছাত্র ৷

আজ ১১ মার্চ সোমবার বাদ জোহর মাদরাসার বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় কৃতি ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন মাদরাসার মহাপরিচালক আল্লামা নোমান ফয়জী এবং মাদরাসার সিনিয়র মুফতী ও মাকামাতে হারীর’র উস্তায আল্লামা মুফতী মুহাম্মদ আলী কাসেমী৷ এ সময় সেখানে জামিয়ার অন্যান্য উস্তায ও সকল ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন ৷

মাকামাতে হারীরী কিতাব সম্পর্কে মুফতী মুহাম্মাদ আলী কাসেমী বলেন, দীর্ঘদিন যাবত মেখল মাদরাসায় আমি এই কিতাবের পাঠদান করছি ৷ মাকামাতে হারীরী আরবী সাহিত্যের একটি অদ্বিতীয় কিতাব ৷ এর লেখক আল্লামা হারীরী রহ. আরবী ভাষা ও সাহিত্যে ছিলেন অনন্য ৷ কিতাবের প্রায় প্রতিটি শব্দ কুরআন, হাদীস থেকে চয়নকৃত ৷ সরকারী মাদরাসা ও কওমী মাদরাসায় এই কিতাব পাঠ্যপুস্তক হিসেবে রয়েছে ৷

আল্লামা হারীরীর এ মাকামাতে আরবীভাষায় প্রচলিত বিভিন্ন প্রবাদ-প্রবচন, উপমা-উৎপ্রেক্ষাসহ নানা রকম অলঙ্কারে সন্নিবেশিত করা হয়েছে ৷ এটিই হারীরীর সর্বোৎকৃষ্ট, সেরা সাহিত্যকর্ম বলে বিবেচিত হয়েছে আরবীসাহিত্যিকদের কাছে ৷ তাঁদের মতে এটি পাঠককে শিল্প-সাহিত্যের সমঝদার, বুদ্ধিদীপ্ত, অসাধারণ প্রতিভাধর করে তুলতে যথেষ্ট সহায়তা প্রদান করবে ৷

পুরস্কারপ্রাপ্ত তিন কৃতি ছাত্র হলেন, ময়মনসিংহের তোফায়েল আহমদ, নীলফামারীর রাফেউল হাসান রাশেদ ও চট্টগ্রামস্থ সাতকানিয়ার আব্দুল্লাহ ৷