আমীরে হেফাজতের দু’আ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ নামক সংবাদের প্রতিবাদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২০ ২০১৮, ১৪:১৮

 

হাবীব আনওয়ার: হেফাজতের দুই শতাধিক নেতার মনোনয়ন এবং আমীরে হেফাজতের দু’আ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ নামক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমীরে হেফাজতের কেন্দ্রীয় কার্যালয়।
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আমার কাছে কেউ দুআ নিতে আসে নাই এবং কাউকে নির্বাচন করার জন্য আমি অনুমতি এবং নির্দেশ কিছুই দেই নাই। যারা আমার কাছ থেকে দুআ নেয়ার কথা বলে নির্বাচন কিংবা মনোনয়ন নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে তারা সম্পূর্ণ মিথ্যাচার করে যাচ্ছে।

আমীরে হেফাজত বলেন, আমি আগেও বলে এসেছি এবং এখনো বলে যাচ্ছি যে, হেফাজতে ইসলাম কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেবে না। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। বিষয়টা অনেকবার বলা হয়েছে। হেফাজতকে জড়িয়ে এসব তালগোল না পাকাতে হেফাজতের নেতৃবৃন্দ এবং মিডিয়ার প্রতি আহ্বান জানান।

দুআ নেয়ার বিষয়টি তিনি পরিষ্কারভাষায় অস্বীকার করে বলেছেন, আমার কাছে কেউ অনুমতি নেয়ার জন্য আসে নাই এবং আমার সাথে এ ব্যাপারে কোন কথা হয়নি।
সুতরাং যারা হেফাজতের নাম দিয়ে কিংবা আমার দুআ নিয়ে অথবা আমার অনুমতি নিয়ে রাজনীতিতে নেমেছে বলে পত্রিকায় কিংবা মিড়িয়াতে যে সংবাদ এসেছে তা সম্পূর্ণ মিথ্যাচার এবং ভ্রান্ত কথা বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যে বা যারা আমার কাছ থেকে দুআ নেয়ার দাবী করেছেন, তাদেরকে আমার সামনে নিয়ে আসুন।

তাছাড়াও আগামীতে এ ধরনের মিথ্যাচার না করার জন্য হেফাজত ইসলামের সাথে যারা সম্পৃক্ত তাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সতর্ক হোন যেন এ ধরনের কোনো কর্মকাণ্ড প্রকাশ না পায়। কেউ নির্বাচন করলে সেটা ব্যক্তিগত বিষয়। এর জন্যে হেফাজতে ইসলাম দায়ী নয়। আপনি যে কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে পারেন কিন্তু হেফাজতে ইসলামের নাম বিক্রি করে অথবা হেফাজতে ইসলামের নামে কাউকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।