আন্তর্জাতিক আরবি ভাষা দিবস :অজানা কিছু তথ্য

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৮ ২০১৮, ১৭:২৭

এটিএম এমদাদুল্লাহ: আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস৷ দিবসটিকে সামনে রেখে আরবি ভাষা সম্পর্কিত কিছু তথ্য-উপাত্ত তুলে ধরা হল:

১৷ আরবি কুরআন মজিদের ভাষা৷
২৷ আরবি বিশ্বের সকল মুসলমানদের ইবাদতের ভাষা৷
৩৷ আরবির বর্ণমালার সংখ্যা ২৯টি৷
৪৷ আরবি ভাষা ডান দিক থেকে লিখা হয়৷
৫৷ আরবি শব্দের মূলবর্ণের সংখ্যা_১৬ হাজার৷ এর বিপরীতে ল্যাটিন ভাষার শব্দের মূলবর্ণের সংখ্যা মাত্র ৭০০( সাতশ) ৷
৬৷ আরবি শব্দের সংখ্যা ১কোটি ২৩ লক্ষ৷ এর বিপরীতে ইংরেজি ভাষার শব্দের সংখ্যা ৬ লক্ষ৷
৭৷ আরবি ভাষায় ৪২ কোটি ২০ লক্ষ মানুষ কথা বলে৷
৮৷ আরবি ২৭ টি দেশের সরকারী ভাষা৷
৯৷ আরবি বর্ণমালা দিয়ে বেশকটি ভাষা লেখা হয়৷ যেমনঃ ফারসি, কুর্দি, মালয়, উর্দু, ও সাবেক তুর্কি ভাষা৷
১০৷ সাতটি ভাষা আরবি দ্বারা প্রভাবিত৷ যেমনঃ ফারসি, তুর্কি, স্পেনিস, ইংরেজি, ফরাসি, কুর্দি, উর্দু৷
১১৷ পৃথিবীতে আরবিভাষীর হার ৬.৬%
১২৷ বিস্তৃতির দিক থেকে আরবির অবস্থান ৪র্থ৷
১৩৷ আরবি জাতিসংঘের ৬ষ্ঠ ভাষা৷
১৪৷ ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর আরবি জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা লাভ করে৷ ২০১২ সালের অক্টোবরে ইউনেস্কো ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়৷
১৫৷ আরবিকে বলা হয় لغة الضاد বা দোয়াদের ভাষা! কারণ একমাত্র আরবি ভাষায়ই রয়েছে ض বর্ণ৷
১৬৷ আরবি ক্যালিগ্রাফিকে গণ্য করা হয় পৃথিবীর সুন্দরতম শিল্প হিসেবে৷

সূত্রঃ আল জাজিরা, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন ও উইকিপিডিয়া আরবি৷