আঠারো বছরের জেল; মুক্তি পেয়ে ১৮ বছর আগের কেনা উপহার দিলেন স্ত্রীকে

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ৩০ ২০১৮, ১২:২৫

একুশে জার্নাল ডেস্ক: ফিলিস্তিনের গাজার অধিবাসী ইমাদ আল দ্বিন আল সাফতায়ি। ১৮ বছর আগে গিয়েছিলেন দুবাই ভ্রমনে। প্রিয়তমা স্ত্রীর জন্য গিফট কিনেছিলেন। কিন্তু
উপহারটা দিতে পারেননি। ২০০ সালে এমিরাত ইয়ারলাইন্স হয়ে বাড়ি ফেরার আগেই ইসরায়েলী সেনারা তাকে গ্রেফতার করে জেলে নিক্ষেপ করে। তারপর বন্দী কারাগারে কেটে যায় ১৮ টি বছর!

অবশেষে এ বছর ১২ ডিসেম্বর (২০১৮) দীর্ঘ ১৮ বছর পর মুক্তি পেয়ে স্ত্রীকে সেই ২০০০ সালে কেনা নোকিয়া মোবাইল ফোনটি দেন।

তার তরুণী মেয়ে টুইটারে লিখেন, “তার বাবা আঠারো বছর আগে মায়ের জন্য গিফট কিনেছিলেন, সেটা কারাগার থেকে মুক্তি পেয়ে মায়ের হাতে দিয়েছেন”।

তারপর থেকে এ ঘটনা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।